শিশুটি বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি
Published: 16th, June 2025 GMT
মো. আদি ইবনে জামান। বয়স ১৩ বছর। গত ১৫ জুন রাজধানী ঢাকার কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকার বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। সে স্থানীয় মো. মনিরুজ্জামান ও হামিদা জামান দম্পতির ছেলে।
আদির গায়ের রং ফর্সা। উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। হারানোর সময় তার পরনে ছিল পেস্ট রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। এ ঘটনায় কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ শিশুটির খোঁজ পেলে কাছের থানায় যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা