Samakal:
2025-11-02@23:36:37 GMT

সিপিএলে দল পেলেন সাকিব 

Published: 18th, June 2025 GMT

সিপিএলে দল পেলেন সাকিব 

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার অনুষ্ঠিত ড্রাফটে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা এন্ড বার্মুডা ফ্যালকনস।

সাকিব ছাড়াও ওই দলে আছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমান ওয়াসিম। এছাড়া আফগানিস্তানের পেসার নবীন উল হককে নিয়েছে অ্যান্টিগা। আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফারকে নিয়েছে দলটি। স্থানীয়দের মধ্যে ওবেদ ম্যাকাও, ফ্যাবিয়ান অ্যালেন, জাস্টিন গ্রেভার্সের মতো ক্রিকেটার।  

দল পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেছেন, ‘এ বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আগে বেশ ক’বার সিপিএলে খেলেছি। চ্যাম্পিয়ন দলের অংশ ছিলাম। দারুণ সব স্মৃতি আছে। আশা করছি ফ্যালকনসের হয়ে সাফল্যমন্ডিত মৌসুম পার করবো।’

আগামী ১৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৫টায় সিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এসকেএন প্যাট্রিওটস। 

সাকিব সম্প্রতি বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। সেখানে বল হাতে মোটামুটি ভালো করেছিলেন তিনি। তবে ব্যাট হাতে রান করতে পারেননি। পিএসএলে তার দল লাহোর চ্যাম্পিয়ন হলেও ফাইনালের একাদশে ছিলেন না তিনি।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স প এল স ক ব আল হ স ন স প এল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ