Samakal:
2025-09-17@23:42:57 GMT

সিপিএলে দল পেলেন সাকিব 

Published: 18th, June 2025 GMT

সিপিএলে দল পেলেন সাকিব 

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার অনুষ্ঠিত ড্রাফটে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা এন্ড বার্মুডা ফ্যালকনস।

সাকিব ছাড়াও ওই দলে আছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমান ওয়াসিম। এছাড়া আফগানিস্তানের পেসার নবীন উল হককে নিয়েছে অ্যান্টিগা। আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফারকে নিয়েছে দলটি। স্থানীয়দের মধ্যে ওবেদ ম্যাকাও, ফ্যাবিয়ান অ্যালেন, জাস্টিন গ্রেভার্সের মতো ক্রিকেটার।  

দল পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেছেন, ‘এ বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আগে বেশ ক’বার সিপিএলে খেলেছি। চ্যাম্পিয়ন দলের অংশ ছিলাম। দারুণ সব স্মৃতি আছে। আশা করছি ফ্যালকনসের হয়ে সাফল্যমন্ডিত মৌসুম পার করবো।’

আগামী ১৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৫টায় সিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এসকেএন প্যাট্রিওটস। 

সাকিব সম্প্রতি বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। সেখানে বল হাতে মোটামুটি ভালো করেছিলেন তিনি। তবে ব্যাট হাতে রান করতে পারেননি। পিএসএলে তার দল লাহোর চ্যাম্পিয়ন হলেও ফাইনালের একাদশে ছিলেন না তিনি।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স প এল স ক ব আল হ স ন স প এল

এছাড়াও পড়ুন:

সাকিবের ৯ বলের ঝড়, তবু হেরে সিপিএল থেকে বাদ অ্যান্টিগা

ক্রিজে আসেন ইনিংসের ১৮তম ওভারে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সময়ে ক্রিজে এলে ব্যাটসম্যানের কাজ হচ্ছে বড় শট খেলা। সিপিএল এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সাকিব আল হাসান আজ ঠিক এই কাজটাই করলেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস।

সাকিবের ‘ক্যামিও’তে প্রভিডেন্সে অ্যান্টিগা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে। জয়ের তা যথেষ্ট হয়ে ওঠেনি। নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলদের নাইট রাইডার্সের কাছে দলটি হেরে গেছে ৯ উইকেটে। ১৫ বল হাতে রেখে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

ত্রিনবাগো নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারাইনের ৫ বলে ১৮ রান তুলেছেন সাকিব। নারাইনের প্রথম বলটি ডট খেলার পর টানা তিন চার ও এক ছক্কা মেরেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

৩ ওভারে ২৪ রান দিয়েছেন সাকিব।

সম্পর্কিত নিবন্ধ

  • সাকিবের ৯ বলের ঝড়, তবু হেরে সিপিএল থেকে বাদ অ্যান্টিগা