মুনিয়া ভাবি, প্রিয়ন্তী-অয়ন আর অবন্তীর ‘সিটি লাইফ’
Published: 18th, June 2025 GMT
শহরের ব্যস্ততা, সম্পর্কের টানাপোড়েন, অভ্যাসে বদল, জীবনযাত্রায় জটিলতা—সব মিলিয়ে এক ‘সিটি লাইফ’-এর গল্প। মাছরাঙা টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’ স্পর্শ করছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক—২০০তম পর্ব।
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত নাটকটির ২০০তম পর্ব সম্প্রচারিত হবে ১৯ জুন বৃহস্পতিবার। নাটকটি রচনা করেছেন শাহরিয়ার তাসদিক, পরিচালনায় রয়েছেন নজরুল ইসলাম।
নাটকে অভিনয়ে আছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীনসহ আরও অনেকে।
নাটকের কেন্দ্রীয় চরিত্র মোর্শেদ মাহমুদ। গ্রামে জমি বিক্রি করে স্ত্রী রেনু ও সন্তানদের নিয়ে চলে এসেছেন ঢাকার একটি ফ্ল্যাটে। তাদের যুক্তি—শহরই ভবিষ্যৎ, গ্রামে থেকে পিছিয়ে থাকলে চলবে না। সন্তানদের আধুনিক করে গড়ে তুলতে হবে।
শহরের এই জীবনযাত্রা যদিও প্রাথমিকভাবে মনে হয় নতুন সম্ভাবনার দ্বার, ধীরে ধীরে সেটাই পরিণত হয় টানাপোড়েন আর সংশয়ের কেন্দ্রে। পাশের ফ্ল্যাটের মুনিয়া ভাবি প্রথম থেকেই বাড়িতে নিয়মিত যাওয়া-আসা শুরু করেন। অতিরিক্ত আগ্রহ ও ‘সহানুভূতি’ একসময় রেনুর মনে সন্দেহের জন্ম দেয়—মুনিয়ার স্বামী বিদেশে, তাহলে কি তিনি মোর্শেদের প্রতি অন্য রকম আগ্রহী?
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি