মুনিয়া ভাবি, প্রিয়ন্তী-অয়ন আর অবন্তীর ‘সিটি লাইফ’
Published: 18th, June 2025 GMT
শহরের ব্যস্ততা, সম্পর্কের টানাপোড়েন, অভ্যাসে বদল, জীবনযাত্রায় জটিলতা—সব মিলিয়ে এক ‘সিটি লাইফ’-এর গল্প। মাছরাঙা টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’ স্পর্শ করছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক—২০০তম পর্ব।
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত নাটকটির ২০০তম পর্ব সম্প্রচারিত হবে ১৯ জুন বৃহস্পতিবার। নাটকটি রচনা করেছেন শাহরিয়ার তাসদিক, পরিচালনায় রয়েছেন নজরুল ইসলাম।
নাটকে অভিনয়ে আছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীনসহ আরও অনেকে।
নাটকের কেন্দ্রীয় চরিত্র মোর্শেদ মাহমুদ। গ্রামে জমি বিক্রি করে স্ত্রী রেনু ও সন্তানদের নিয়ে চলে এসেছেন ঢাকার একটি ফ্ল্যাটে। তাদের যুক্তি—শহরই ভবিষ্যৎ, গ্রামে থেকে পিছিয়ে থাকলে চলবে না। সন্তানদের আধুনিক করে গড়ে তুলতে হবে।
শহরের এই জীবনযাত্রা যদিও প্রাথমিকভাবে মনে হয় নতুন সম্ভাবনার দ্বার, ধীরে ধীরে সেটাই পরিণত হয় টানাপোড়েন আর সংশয়ের কেন্দ্রে। পাশের ফ্ল্যাটের মুনিয়া ভাবি প্রথম থেকেই বাড়িতে নিয়মিত যাওয়া-আসা শুরু করেন। অতিরিক্ত আগ্রহ ও ‘সহানুভূতি’ একসময় রেনুর মনে সন্দেহের জন্ম দেয়—মুনিয়ার স্বামী বিদেশে, তাহলে কি তিনি মোর্শেদের প্রতি অন্য রকম আগ্রহী?
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা