এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরীর পাশে বিএনপি
Published: 20th, June 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার হওয়া কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।  
শুক্রবার (২০ জুন) সকালে নির্যাতিত কিশোরীর বাসায় গিয়ে তার খোঁজ-খবর নেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা.                
      
				
ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “অতীতে ফ্যাসিবাদী সরকারের সময় ধর্ষণকারীদের বিচার না করে উল্টো তাদের পুরস্কৃত করা হয়েছে। এর ফলেই দেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এ বর্বরতা রোধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।”
তিনি আরো বলেন, “দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর চলমান নিপীড়ন, হেনস্তা ও ধর্ষণের বিরুদ্ধে সকল স্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এসব নৃশংসতা থামবে না।”
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুসলেহ উদ্দিন মৃধা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) সভাপতি ও সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
গত রবিবার (১৫ জুন) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত লিটন মিয়া (৪০) ওই বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের বাসিন্দা লিটন শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার দিন বিকেলেই কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার কিশোরী নেত্রকোনার বাসিন্দা। সে তার মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে।
ঢাকা/রফিক সরকার/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
‘নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না বলে আমরা আশা করি।”
তিনি আরো বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এ জন্য পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
নিরাপত্তা ইস্যু—কার্গো অগ্নিকাণ্ড, অস্ত্র চুরির ঘটনা থেকে শুরু করে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী পক্ষ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও উপদেষ্টা জানান, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অতীতের নির্বাচনে দায়িত্বে থাকা কিছু বিতর্কিত ওসিদের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে স্বীকার করলেও জানান, সীমাবদ্ধতার কারণে সবাইকে একযোগে বদলি করা সম্ভব হচ্ছে না।
“যারা পরপর তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদের বাদ দেওয়ার চেষ্টা চলছে,” বলেন তিনি।
আলোচনায় উস্কানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও প্রশ্ন ওঠে।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং কেউ আইনের বাইরে গেলে তাকে ছাড় দেওয়া হবে না।
ঢাকা/এএএম/ইভা