মহাকাশ স্টেশনে পা রাখলো প্রথম ভারতীয়
Published: 26th, June 2025 GMT
প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ স্টেশনে (আইএসএস) পা রেখেছেন শুভাংশু শুক্লা। বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর এই পাইলট মহাকাশ স্টেশনে প্রবেশ করেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
বুধবার স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে মহাকাশে যাত্রা করে অ্যাক্সিয়ম-৪ নভোযান। শুক্লাসহ আরো তিন নভোচারী মহাকাশ স্টেশনে আগামী এক সপ্তাহ ধরে ৬০টি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। এগুলোর মধ্যে সাতটি ভারত প্রস্তাব করেছিল। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে।
আইএসএস থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শুক্লা এবং ক্রু ড্রাগন ক্যাপসুলে থাকা অন্য তিনজন নভোচারীকে মহাকাশযান এবং আইএসএস-এর সংযোগকারী ভেস্টিবুলের মধ্য দিয়ে প্রবেশে সাহায্য করা হচ্ছে। তাদের প্রত্যেকের মুখে ছিল বিশাল হাসি এবং আইএসএস-এ ইতিমধ্যেই থাকা সাতজন নভোচারী তাদের আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উত্তর আটলান্টিক মহাসাগরের ৪২৪ কিলোমিটার দূরে ২৮ ঘন্টার ফ্লাইট সম্পন্ন করে অ্যাক্সিয়ম-৪।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা