বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে সুবিধাবাদীরা: রিজভী
Published: 27th, June 2025 GMT
বিএনপির নাম ভাঙিয়ে ইনকাম ট্যাক্স অফিসে একটি সুবিধাবাদী চক্র আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এই চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এটা করছে। এদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।’
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘বিএনপির নামে নতুন করে অনেকে আবার আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করেন এবং রাজনীতি করেন, তারা সতর্ক থাকবেন। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু অনেকেই দলের নাম ভাঙিয়ে অনেক কিছু করছেন। দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি বিভিন্ন বিভাগে কেউ আন্দোলন করলে তারা বিএনপির কেউ নয়।’
রিজভী আরও বলেন, ‘গত বৃহস্পতিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০২৪ এবং তার আগের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনের কথা তখন আমরা জোরালোভাবে বলে এসেছি বলেই আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমাদের অনেক ছেলেকে অদৃশ্য করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং কাউকে রিমান্ডে নিয়ে নিপীড়ন-নির্যাতন করা হয়েছে।’
সংস্কার করে যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রিজভী বলেন, ‘এখন আমরা প্রত্যাশা করছি, সামনে ভালো রাজনীতি হবে। আশা করছি, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফিরে যেতে চাই না।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র ন ম
এছাড়াও পড়ুন:
‘নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরো পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনি প্রস্তুতি নিয়ে আলোচনা
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না বলে আমরা আশা করি।”
তিনি আরো বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এ জন্য পুলিশ ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
নিরাপত্তা ইস্যু—কার্গো অগ্নিকাণ্ড, অস্ত্র চুরির ঘটনা থেকে শুরু করে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী পক্ষ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও উপদেষ্টা জানান, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অতীতের নির্বাচনে দায়িত্বে থাকা কিছু বিতর্কিত ওসিদের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে স্বীকার করলেও জানান, সীমাবদ্ধতার কারণে সবাইকে একযোগে বদলি করা সম্ভব হচ্ছে না।
“যারা পরপর তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন, তাদের বাদ দেওয়ার চেষ্টা চলছে,” বলেন তিনি।
আলোচনায় উস্কানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কেও প্রশ্ন ওঠে।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং কেউ আইনের বাইরে গেলে তাকে ছাড় দেওয়া হবে না।
ঢাকা/এএএম/ইভা