পটুয়াখালীতে শুরু হয়েছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২ জুলাই) বেলা সোয়া ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

বিকেলে দ্বিতীয় অধিবেশনে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। বিকেলে ১ হাজার ৫০০ কাউন্সিলর ডেলিগেট গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। 

সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে। ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। 

পটুয়াখালীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন পরিচালনার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। 

সম্মেলনে সভাপতিত্ব করছেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া। সঞ্চালনা করছেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। 

২০০২ সালে জেলা বিএনপির সম্মেলনে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে ২০২০ সালের ২ নভেম্বর আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ঢাকা/ইমরান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র রহম ন সদস য

এছাড়াও পড়ুন:

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলা শহরের মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মসজিদের পাশের গেদ্ধারের বিলে কচুরিপানার নিচে স্বপন প্রধানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

বিলের পাশের হলিকেয়ার ক্লিনিক ভবনের মালিক স্বপন প্রধান মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে সাব-রেজিস্ট্রার পদে চাকরি পেয়েছিলেন। তার বাড়ি নাগেশ্বরী শহরের সাতানী পাড়ায়।

স্থানীয়রা জানিয়েছেন, কয়কবছর আগে গেদ্ধারের বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ বানান স্বপন প্রধান। ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝে-মধ্যে বসতেন তিনি। সেই গোলঘরের পাশে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্বপন প্রধানের সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, স্বপন প্রধানের মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে। 

ঢাকা/বাদশাহ্/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১