শহরজুড়ে আতঙ্ক। খুন হচ্ছেন একের পর এক নারী। ক্রমিক খুনির অস্ত্র কাঁচি, খুনিকে খুঁজতে গলদঘর্ম হয়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত মামলার তদন্তভার নেন পুলিশ কর্মকর্তা মাহফুজ। তদন্তে নেমে ধন্দে পড়ে যান তিনি। ঘটনার কোনো কূলকিনারা করতে পারেন না। এটা প্রতিশোধ, নাকি কোনো খুনির উন্মাদনা? খুনগুলো করছে কে? বেছে বেছে নারীকেই কেন খুন করা হচ্ছে? শেষ পর্যন্ত কি খুনির হদিস মেলে? এসব নিয়েই ওয়েব সিরিজ কানাগলি। বঙ্গতে গতকাল বৃহস্পতিবার মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। তরুণ এই নির্মাতার এটিই প্রথম ওয়েব সিরিজ। ঋদ্ধ শরিফের গল্পে সিরিজের চিত্রনাট্যও লিখেছেন জিহাদ।
কাজের সুবাদে বর্তমানে সৌদি আরবে রয়েছেন জিহাদ। গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কিশোরগঞ্জে ট্রেনে যাওয়ার পথে সিরিজের গল্পকার ঋদ্ধ শরিফের সঙ্গে পরিচয়। পরে ফেসবুকে একে অপরের সঙ্গে যুক্ত হন। জিহাদ বলেন, ‘কয়েক বছর পর উনি আমার সঙ্গে দেখা করতে আসেন। গল্পটা আমাকে শোনান। গল্পের মূল অংশটুকু খুব ভালো লাগে। উনি বলছিলেন, এটা নিয়ে উপন্যাস লিখবেন। আমি বললাম, গল্পটা নিয়ে ওয়েব সিরিজ করি। গল্পটার পেছনে বছর দুয়েকের মতো সময় ব্যয় করেছি। পরে প্রডিউসারের সঙ্গে আলোচনা করি।’
প্রযোজক পাওয়ার পর ২০২৩ সালে শুটিংয়ে নেমে পড়েন আহমেদ জিহাদ। পুরান ঢাকা, উত্তরা, সাভার, মানিকগঞ্জসহ নানা প্রান্তে সিরিজের শুটিং হয়েছে। সিরিজের গল্প জানতে চাইলে পরিচালক জানান, শারীরিক প্রতিবন্ধীরা নানাভাবে বুলিংয়ের শিকার হন। বেশির ভাগ সময় তাঁরা নীরবে সয়ে যান। সইতে সইতে যদি কখনো তাঁরা রেগে যান, তখন কী ঘটতে পারে? সেই গল্পই তুলে ধরা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে ছেলের হাতে বাবা নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. ইয়াসিন (২২) নামে যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহতের নাম মো. মাহবুব (৪২)। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত ইয়াসিন ঘটনার পর থেকে পলাতক।
আরো পড়ুন:
ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন
সুন্দরগঞ্জে গৃহবধূকে হত্যা: ২ নারীসহ গ্রেপ্তার ৫
এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে মোটরসাইকেল কিনতে টাকা চান। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে মাহবুবকে এলোপাথাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”
ঢাকা/অনিক/মাসুদ