সিডনির ক্যাসুলা পাওয়ার হাউসে সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলার লোকসংস্কৃতির এক অনবদ্য আয়োজন। ‘ভবের হাট’ সংগঠনের সিজন ৯-এর এই অনুষ্ঠানে মৈমনসিংহ গীতিকার গান ও নৃত্যে জমেছিল সিডনির সাংস্কৃতিক পরিমণ্ডল।
ফারিয়া আহমেদের পরিকল্পনায় ও নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘সখী গো আমার মন ভালা না’। শাকিল চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতেই দর্শকদের মোহিত করে রাখে রাজন নন্দীর আলোক নির্দেশনায় অর্পিতাসোম চৌধুরী ও তাঁর দলের মৈমনসিংহ গীতিকার গীতি-আলেখ্য।

সুরের আবেশে মাতেন শ্রোতারা। সংগীত পরিবেশন করেন বনফুল বড়ুয়া, লামিয়া আহমেদ, নিলাদ্রী চক্রবর্তী এবং ফারিয়া আহমেদ নিজে। যন্ত্রসংগীতে তবলায় বিজয় সাহা, গিটারে সোহেল খান, দোতারায় ফয়সাল সজীব ও মন্দিরায় লোকমান হাকিমের চমৎকার সংযোজন।
অনুষ্ঠানের একপর্যায়ে ছিল গুণীজন সংবর্ধনা, ভবের হাট কর্তৃপক্ষ বিশেষ অবদানের জন্য সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সম্মাননা জানায়।

এক আবেগাপ্লুত দর্শক বলেন, ‘প্রবাসে থেকেও আজ মনে হলো আমি যেন নদীপাড়ে বসে বাউলগান শুনছি। এমন সন্ধ্যা কেবল হৃদয়ে গেথে রাখার মতো।’
ভবের হাটের পক্ষে জাকী খন্দকার জানান, আগামী সিজন ১০–এ তাঁরা বাংলার লোকসংস্কৃতিকে আরও বৃহৎ পরিসরে উপস্থাপন করতে চান। তাঁর ভাষ্যে, ‘আমাদের স্বপ্ন, বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়া।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভাত খেতে জাহিদ হাসানকে নিয়ে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়েছিলেন মান্না

একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক আর সফল ব্যবসা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। মৃত্যুর ১৭ বছর পার হলেও এখনো মান্নার জনপ্রিয়তা কমেনি। ঢালিউডের প্রয়াত এ নায়ককে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণা করেছেন অভিনেতা জাহিদ হাসান। মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি স্মরণ করেন এ অভিনেতা।
মান্নার সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন জাহিদ হাসান। অভিনেতা জানিয়েছেন, ভাত খাওয়ার জন্য মান্না তাঁকে নিয়ে পাড়ি দিয়েছিলেন চার শ কিলোমিটার রাস্তা।

চিত্রনায়ক মান্নার সঙ্গে জাহিদ হাসান

সম্পর্কিত নিবন্ধ