নরসিংদীর মাধবদী বাজারের ‍মুড়িপট্টিতে লাগা আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রায়হান আহমেদ এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, মাধবদী বড় মসজিদের মাইক থেকে আগুনের কথা জানানো হয়। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে।

আরো পড়ুন:

কেরাণীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

মুন্সীগঞ্জে লঞ্চঘাটের পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ 

ব্যবসায়ীরা জানান, আগুনে স্বর্ণ, কাপড়, ইলেকট্রনিক্স, কসমেটিকসহ বিভিন্ন দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে অন্তত ১০টি স্বর্ণের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক রাসেল মিয়া বলেন, “এই দোকানটাই ছিল আমার জীবনের সব। সন্তানদের পড়ালেখা এখান থেকে চালাতাম। এখন আমি পথের ভিখারি।”

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। টানা কয়েক ঘণ্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হই। কোনো প্রাণহানি হয়নি। আগুনের প্রকৃত কারণ খুঁজে দেখা হচ্ছে।”

ঢাকা/হৃদয়/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ন ম ধবদ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ