নরসিংদীর মাধবদী বাজারের ‍মুড়িপট্টিতে লাগা আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রায়হান আহমেদ এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, মাধবদী বড় মসজিদের মাইক থেকে আগুনের কথা জানানো হয়। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে।

আরো পড়ুন:

কেরাণীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

মুন্সীগঞ্জে লঞ্চঘাটের পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ 

ব্যবসায়ীরা জানান, আগুনে স্বর্ণ, কাপড়, ইলেকট্রনিক্স, কসমেটিকসহ বিভিন্ন দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে অন্তত ১০টি স্বর্ণের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক রাসেল মিয়া বলেন, “এই দোকানটাই ছিল আমার জীবনের সব। সন্তানদের পড়ালেখা এখান থেকে চালাতাম। এখন আমি পথের ভিখারি।”

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। টানা কয়েক ঘণ্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হই। কোনো প্রাণহানি হয়নি। আগুনের প্রকৃত কারণ খুঁজে দেখা হচ্ছে।”

ঢাকা/হৃদয়/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ন ম ধবদ

এছাড়াও পড়ুন:

ভারতের এজবাস্টন-দুঃস্বপ্ন কি তাহলে কাটতে চলেছে

এজবাস্টন যেন ভারতের জন্য দুঃস্বপ্নের এক নাম! এই মাঠে কখনোই কোনো টেস্ট জিততে পারেনি দলটি। মনসুর আলী খান পতৌদি থেকে এস ভেঙ্কটরাঘবন, কপিল দেব থেকে মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি-কেউই পারেননি। হালের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকেও ফিরতে হয়েছে শূন্য হাতে।

এজবাস্টনে এবার ভারত দলকে নেতৃত্ব দিচ্ছেন শুবমান গিল। তাঁর নেতৃত্বে এবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানেই আছে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে ভারত। তৃতীয় দিনের খেলা তারা শেষ করেছে ১ উইকেটে ৬৪ রান নিয়ে। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ২৪৪ রানে। ২৮ রান নিয়ে উইকেটে আছেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গী করুণ নায়ারের রান ৭। তাহলে কি এজবাস্টনের দুঃস্বপ্ন এবার কাটতে চলেছে ভারতের?

লাঞ্চ বিরতিতে মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জেমি স্মিথ (বাঁ থেকে)। দুজনেই করেছেন সেঞ্চুরি

সম্পর্কিত নিবন্ধ