নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রী বিজলী আক্তার আমেনাকে (৩০) কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ইমরান হোসেন নামে এক ব্যক্তি।

শনিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। বন্দর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আমেনা কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। 

আরো পড়ুন:

জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আড়াইহাজারে ছেলের হাতে বাবা নিহত

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ৯ মাসে আগে আমেনার সঙ্গে ইমরানের বিয়ে হয়। এটি আমেনার দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায় পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে ইমরানের মোবাইল নিয়ে ভাগ্নের সঙ্গে কথা বলে আমেনা।

তিনি আরো জানান, এসময় ইন্টারনেটের (এমবি) নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আমেনাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ইমরান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসি দাবি করেন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আমেনাকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ হত য র ইমর ন

এছাড়াও পড়ুন:

দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই : মাও. জব্বার

নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, দেশ গড়তে সকল শ্রেনী পেশার মানূষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।

পেশাভিত্তিক সততা ও দক্ষতার দিক থেকে যদি নিজেদের কে সর্বাবস্থায় সৎ মানুষ তৈরী করতে পারি তাহলে দূর্নীতি ও দু:শাসন থেকে মানুষ মুক্তি পাবে, সেক্ষেত্রে  সকল শ্রেনী পেশার মানুষ দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই।

নারায়ণগঞ্জ মহানগরী পেশাজীবী সংগঠনের উদ্যেেেগ দায়িত্বশীল সমাবেশে মত বিনিময়কালে প্রধান অতিখির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া, আন-নূর  মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাবসায়ী, শ্রমজীবী, সাংস্কৃতি, ব্যাংকার্সসহ বিভিন্ন শ্রেনী পেশার দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন।  

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা সাইফুূদ্দিন মনির, ন্যাশনাল ডক্টর ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা: আলী আশরাফ খান, ইঞ্জিনিয়ার্স ফোরামের  আবদুুল হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ‘মোবাইল ডেটা’ নিয়ে ঝগড়ার জেরে নারীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ
  • বন্দরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
  • পবিত্র আশুরা আজ
  • ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত
  • ১৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের অনেক দোসর রয়েছে : টিপু
  • ১৩নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই : মাও. জব্বার
  • জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৭০০ বন্দী এখনো পলাতক, উদ্ধার হয়নি ২০ আগ্নেয়াস্ত্র