বিব্রতকর পরাজয়ের সঙ্গে মিলল ‘‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি
Published: 27th, November 2025 GMT
উইকেটে মাত্রই গিয়েছিলেন লিটন দাস। ঠিকঠাক থিতুও হতে পারেননি। আগেই অযাচিত শট খেলতে গেলেন। ঠিকঠাক টাইমিং মেলাতে পারেননি। ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে।
গ্যালারিতে শোরগোল পড়ে যায়, ‘ভুয়া-ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি। পরের ব্যাটসম্যান ক্রিজে গিয়ে প্রথম বলও খেলে ফেলেন। কিন্তু দর্শকদের ক্ষোভ থামে না! শুধু অধিনায়ক লিটনের জন্যই না, তানজিদ, পারভেজ, সাইফ যারাই আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মসমর্পণ করে ফিরেছেন প্রত্যেকের জন্যই দর্শকদের জবাব প্রস্তুত ছিল! এই মাঠে আগের তিন ম্যাচেই হেরেছে দল। নতুন শুরুতে আবার সেই পুরো ফল। দর্শকদেরই বা দোষ কোথায়!
আরো পড়ুন:
বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আয়ারল্যান্ড
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাগতিকদের শুরুর হতশ্রী ব্যাটিং শুধুমাত্র আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে হয়নি। চরম বাজে ব্যাটিং অ্যাপ্রোচও ছিল ক্রিকেটারদের। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বাউন্ডারি পেতে যদি ২৮ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে টি-টোয়েন্টি খেলার মূল্য কোথায়? অসহায় আত্মসমর্পণে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি হেরেছে ৩৯ রানের ব্যবধানে। ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আয়ারল্যান্ডের সঙ্গে ভালো করবে এই আশাতেই বুক বেঁধেছিল সমর্থকরা। কিন্তু বৃহস্পতিবার ব্যর্থতার জলে হাবুডুবু খেয়েছে গোটা দল। না হয়েছে বোলিং, না হয়েছে ব্যাটিংয়ে। ২২ গজে বাজে একটি দিন কাটিয়ে বিব্রতকর পরাজয়কে সঙ্গী করেছেন ক্রিকেটাররা।
টস হেরে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ডের ব্যাটিং ছিল দারুণ। প্রথম ওভারে অধিনায়ক পল স্টারর্লিং দুটি বাউন্ডারি পান। তৃতীয় ওভারে টিম টেক্টর পেসার শরিফুলের ওভারে চারটি বাউন্ডারি মারেন। তানজিম সাকিব বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দিলেও আয়ারল্যান্ড ১ উইকেটে ৪৮ রান তুলে নেয় পাওয়ার প্লে’তে।
শুরুর ঝড়ো ব্যাটিং পরে ধরে রাখেন টিম টেক্টর। ১৯ বলে ৩২ রান করেন তিনি। তাকে রিশাদ থামালেও হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের ৪৪ রানের জুটি আইরিশদের এগিয়ে নেয়। টেক্টর ছিলেন দারুণ। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে তুলে নেন টি-টোয়েন্টির সপ্তম ফিফটি। ৪২ বলে করেন ৬৯ রান।
শেষ ওভারে তানজিম হাসানকে দুটি ছক্কা হাঁকান চোখের পলকে। ওই ওভারে ১৭ রান আসলে বাংলাদেশের মনোবলে কিছুটা ধাক্কা খায়। ৪১ রানে ২ উইকেট নিয়ে তানজিম ছিলেন দলের সেরা বোলার। মোস্তাফিজ ৪ ওভারে ২৩ রান দিয়ে ছিলেন সবচেয়ে নিয়ন্ত্রিত। তবে উইকেট পাননি কোনো। শরিফুল ও রিশাদ পেয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশের শুরুর চার ব্যাটসম্যানের কেউ ডাবল ডিজিটে যেতে পারেননি। তানজিদ (২), পারভেজ (১), লিটন (১) ও সাইফ (১৩ বলে ৬) আউট হন। ১৮ রানে ৪ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে প্রতিরোধ বাংলাদেশ। ৩৪ বলে ৪৮ রান আসে তাদের জুটিতে।
জাকের ১ ছক্কায় ১৬ বলে ২০ রান করে ফিরে আসলেও তাওহীদ হাল ছাড়েননি। তুলে নেন টি-টোয়েন্টির পঞ্চম ফিফটি। তানজিম (৫) ও নাসুম (০) দ্রুত আউট হলে তাওহীদ নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন। তবে নবম উইকেটে বাংলাদেশ পায় প্রতিরোধ। সেটা ম্যাচ জয়ের জন্য নয় অবশ্যই। পরাজয়ের ব্যবধান কমিয়ে আনার। শরিফুল ও তাওহীদ ৩১ বলে ৪৮ রান করেন। যেখানে শরিফুলের অবদান ১২। তাদের এই জুটিতেই দলের রান তিন অঙ্কে যায়। শেষ পর্যন্ত তাওহীদের একার লড়াইয়ে ১৪২ করতে পারে দল। ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রানে নটআউট তাওহীদ।
বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ ১৩ রানে ৪ উইকেট পেয়েছেন। ৩ উইকেট নেন ব্যারি ম্যাকার্থি। ২টি পেয়েছেন মার্ক আডায়ার।
যেখানে শেষ, সেখানেই শুরু। গত ৩১ অক্টোবর এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। হারের যন্ত্রণা সইতে না পেরে সমর্থকরা পুরো দলকে ‘ভুয়া-ভুয়া’ দুয়ো দেন। ঠিক পরের ম্যাচেই আবার একই স্লোগানে মুখরিত চট্টগ্রামের গ্যালারি। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু থেকে, ম্যাচ হারের পর পর্যন্ত বারবার ভেসে এসেছে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান।
২৯ নভেম্বর একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজ বাঁচাতে পারবে কিনা বাংলাদেশ সেই প্রশ্নও উঠা শুরু হয়ে গেছে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রথম উইক ট
এছাড়াও পড়ুন:
কঠিন পথ মাড়িয়ে সাফল্যের খোঁজে বাংলাদেশ
কে বলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বন্দরনগরী চট্টগ্রামে। কোনো হাক-ডাক নেই, কোনো উত্তেজনা নেই। অথচ সন্ধ্যা ৬টায় দুই দল মাঠে নামবে টি-টোয়েন্টি খেলতে।
টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টিতে ভালো করার প্রত্যাশা আকাশচুম্বি। সেই প্রত্যাশা হয়তো লিটন অ্যান্ড কোং পূরণ করতে পারবেন। তবে মাঠে নিজেদের সেরাটা দিয়েই সেই প্রত্যাশা পূরণ করতে হবে। শক্তিমত্তা, পরিসংখ্যান বা অভিজ্ঞতা—সব দিক থেকেই এগিয়ে বাংলাদেশ। তবে টেস্টে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে সফরকারী দল, টি-টোয়েন্টিতে এত সহজে হাল ছাড়ার দল নয় তারা।
দুই বছর আগে চট্টগ্রামে দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি বাংলাদেশ জিতলেও ছেড়ে কথা বলেনি আয়ারল্যান্ড। শেষ টি-টোয়েন্টিতে জয় নিয়ে মাঠ ছাড়েন পল স্টার্লিংরা। দলটির একাধিক ক্রিকেটার এখন নিয়মিত বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন। বাংলাদেশকে তাই সতর্ক থাকতেই হবে।
সঙ্গে চট্টগ্রামে সবশেষ সিরিজটি একটুও ভালো যায়নি বাংলাদেশের। একমাস আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে লিটনের দল। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফর থেকে শুরু করে আইরিশ সিরিজের আগ পর্যন্ত পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজের চারটি জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই নিজেদের শেষ আন্তর্জাতিক সিরিজ। এরপর বিপিএল খেলবে। তবে প্রস্তুতির বড় সুযোগ এই সিরিজই। তাইতো অধিনায়ক লিটনের চাওয়া, ২২ গজে কঠিন সময় আসুক তাদের জন্য।
‘‘আমি চাই, আমাদের খেলোয়াড়েরা কঠিন পরিস্থিতিতে পড়ুক। কিন্তু যে জিনিসটা হয়েছে, শেষ সিরিজে আমরা জিততে পারিনি। এবার চেষ্টা করব কঠিন সময় থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।’’
দলীয় সাফল্যে বাংলাদেশ এই ফরম্যাটে এখন আত্মবিশ্বাসী তবে ভাবনা বাড়াচ্ছে ব্যক্তিগত পারফরম্যান্স। বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের পারফরম্যান্স বেশ ভোগাচ্ছে দলকে। এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দেওয়ার প্রক্রিয়াতে দুই মেরুতে চলে গেছেন অধিনায়ক ও নির্বাচক। নতুন করে দলে যুক্ত করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। তার ওপর এখন রাজ্যের সব চাপ।
তবে লিটনের আশা দল ঘুরে দাঁড়াবে, ‘‘খুব একটা চিন্তিত না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের খেলোয়াড়েরা শেষ দুয়েকটা সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু তারা সবাই প্রুভেন। আমি আশাবাদী, তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে।’’
আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। নিজেদেরকে ফেভারিট মেনেই আজ বন্দরনগরীতে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার অপেক্ষায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ঢাকা/ইয়াসিন