ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গা ব্রীজ থেকে শশই সোনাই নদীরপাড় পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (৬ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শশই উত্তর-মধ্যপাড়া ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।

বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো.

ফারুক আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম সরদার, সমাজসেবক আব্দুল কায়ুম রাষ্টু মিয়া, আবুল খায়ের, মিয়া ইয়ার মোহাম্মদ, খালেদ রাসেল, মো. মুন্সী আসাদুজ্জামান প্রমুখ।

আরো পড়ুন:

অনুদান পায়নি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবার

বাড়িতে ঢুকে ছুরিকাঘাত, ৬ দিন পর মৃত্যু

বক্তারা বলেন, প্রায় ৭ মাস আগে ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। কাজ শুরুর কিছুদিন পর থেকেই বিভিন্ন স্থানে ধসে পড়তে শুরু করেছে। স্থানীয়রা বারবার মান নিয়ন্ত্রণের কথা বললেও তা আমলে নেননি সংশ্লিষ্ট ঠিকাদার।

তারা আরো বলেন, জনগণের করের টাকায় উন্নয়ন হলেও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। বক্তারা প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানটির সাব-কন্ট্রাক্টর মনির হোসেন বলেন, “আমার কাজ এখনো শেষ হয়নি। কোথাও যদি নিম্নমানের কিছু হয়ে থাকে, তা অবশ্যই পরিবর্তন করা হবে। তবে রাস্তার দুই পাশে পাইপ বসিয়ে বালু উত্তোলনের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজের মেয়াদ এখনো দুই মাস বাকি।”

এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া বলেন, “কিছু নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ছিল, যেগুলো ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। কাজ এখনো চলমান এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।”

ঢাকা/পলাশ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

বন্দরে মুকুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর নেক্কার জনক হামলার নিন্দা জানিয়ে বন্দরে বিভিন্ন ওয়ার্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। 
এর ধারাবাহিকতা শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বন্দরে সোনাকান্দা কিল্লা জামে মসজিদের সামনে ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন,“আতাউর রহমান মুকুল ভাই এই এলাকার মানুষের জন্য একজন নিবেদিতপ্রাণ । তিনি দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বন্দরবাসীর জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং সকল শ্রেণির মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

বক্তারা  আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে যখন বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হচ্ছে তখন মুকুল ভাই ছিলেন সবার ভরসার জায়গা। তিনি কারও পাশে দাঁড়াতে দ্বিধা করেননি, আইনি ও মানবিক সহায়তা দিয়ে বহু মানুষকে রক্ষা করেছেন। একজন অভিজ্ঞ, সাহসী ও সম্মানিত রাজনীতিবিদের ওপর এমন বর্বরোচিত হামলা গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।

বন্দরের ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা গোলাম নবী মুরাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, ফখরুল ইসলাম মজনু,  এড: বিল্লাল হোসেন, এড: আনিছ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয় সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক চৌধুরী,২০নং ওয়ার্ড যুবদলের সাবেক  সভাপতি আঃ জব্বর পাঠান, ২০ নং ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়া হান্নান, বিএনপির নেতা আরমান, মোঃ শাহিন, অলিদ মুন্সি, মোঃ এসাক আলী, মোঃ আসলাম, শহীদ হোসেন, ইয়া নবী, হাসান মৃধা, ও খোকন মির্জা প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মুকুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২৩ ও ২৪নং ওয়ার্ড বিএনপি মানববন্ধন 
  • দোহারে বিএনপি নেতা শিক্ষক হারুনুর রশিদের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা না থাকলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের
  • চালিতাবুনিয়ায় নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকায় মানববন্ধন
  • রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে সেচ্ছাসেবীদের মানববন্ধন
  • বন্দরে মুকুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  
  • শহরে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ 
  • গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন 
  • বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙার দাবিতে দক্ষিণখানে মানববন্ধন