পবিত্র আশুরা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে কারবালা স্মর‌ণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আ‌য়োজন ক‌রে‌ জাতীয় পা‌র্টি।

আলোচনা সভা শে‌ষে দেশ, জা‌তি মুসলমান‌দের জন‌্য বি‌শেষ দোয়া মোনাজাত করেন জাপা নেতা ক্বারী ইছারুহুল্লাহ আসিফ।

রবিবার (৬ জুলাই) সন্ধ‌্যায় জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে অনু‌ষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ‌্যাড‌ভো‌কেট রেজাউল ইসলাম ভূঁঞা, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহিন, এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব সামসুল হক, লিয়াকত হোসেন চাকলাদার, হেলাল উদ্দিন, জুবের আলম খান রবিন।

আরো পড়ুন:

অন্যায়ের বিরুদ্ধে জীবনবাজী রেখে লড়াই করতে শেখায় আশুরা: জিএম কা‌দের

২৮ জুন বিকল্প স্থানে কাউন্সিলের আহ্বান শীর্ষ‌ নেতা‌দের

এ সময় নেতারা ব‌লেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌ‌হিত্র ইমাম হোসাইন রা‌দিয়াল্লাহু আনহুর শাহাদত সব ধর‌নের লোভ লালসা ও প্রতিকূলতা সত্ত্বেও জীবন দি‌য়ে সত‌্য ও ন‌্যা‌য়ের প‌থে অবিচল থাকার উজ্জ্বল দৃষ্টান্ত। ইমাম হোসাইনের শাহাদা‌তের আদর্শ অনুসরণ ক‌রে আমা‌দের ব‌্যক্তি জীবন উদ্ভা‌সিত কর‌তে হ‌বে। বৈষম‌্যমুক্ত সমাজ ও কল‌্যাণকর রাষ্ট্র গঠন কর‌তে এভা‌বেই নি‌জে‌দের উৎসর্গ কর‌তে হ‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জাপা নেতা আবু নাসের বাদল, শেখ সারওয়ার, শেখ মোহাম্মদ শান্ত, মো.

নজরুল ইসলাম, আরিফুল ইসলাম রুবেল, আব্দুল কুদ্দুস মানিক, ফজলুল হক বাবু, সৈয়দ মনিরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, মো. রওশন আলী, হুমায়ুন মজুমদার, মো. হাবিব, আব্দুল হাই ডালিম, আবু সাঈদ মনির সরকার, এস এম ইকবাল আহমেদ, শাহজাদা নীরব, মো. জুয়েল, জহিরুল হক রিপন, মো. সাইফুর রহমান ইমন, এমদাদুল ইসলাম রনি, মো. রফিকুল ইসলাম তালুকদার, কে এম সোলায়মান প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ