প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।
আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন।
আরেকটি পরিবর্তন করতে হওয়ার শঙ্কা ছিল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পুরোপুরি ফিট হয়ে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ম্যাচের আগে ফিটনেস টেস্ট পার হয়েই একাদশে ঢুকেছেন শান্ত। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কেন গেলেন ইসরায়েলে
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করায় নেদারল্যান্ডসের একজন ইমামকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়েছে। ওই ইমামের নাম ইউসুফ মসিবিহ। তিনি নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় শহর আলকমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন।
ইউরোপের ১৫টি দেশের মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল সম্প্রতি ইসরায়েল সফরে যায়। ওই প্রতিনিধিদলে ইউসুফও ছিলেন। গতকাল সোমবার তাঁরা ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সংগীত রূপান্তর করে আরবি ভাষায় একটি গান পরিবেশন করেন।
আজ মঙ্গলবার সকালে বিলাল মসজিদ ওই ইমামকে বরখাস্তের কথা জানায়। মসিবিহকে ‘তাৎক্ষণিকভাবে বরখাস্তের’ ঘোষণা দেওয়া হয়। মসজিদ কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইমামের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ মুহূর্ত থেকে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই।’
এ সফরের আয়োজন করে এলনেট নামের একটি বেসরকারি সংস্থা। তারা ইসরায়েল ও ইউরোপের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করছে। প্রতিনিধিদলটি গতকাল ইসরায়েলের পার্লামেন্টসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ওল্ড সিটিতে থাকা মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের ধর্মীয় স্থান পরিদর্শন করে।
প্রতিনিধিদলটি ইয়াদ ভাসেম নামের একটি হলোকাস্ট মেমোরিয়াল সেন্টার পরিদর্শন করবে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদরিয়ের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। সম্প্রতি তেল আবিবে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করবে তারা।
এরপর গাজায় জিম্মি ফিলিস্তিনি বেদুইন পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবে প্রতিনিধিদলটি। পাশাপাশি ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে বসবাসরত সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবে তারা, যাঁদের স্বজনেরা সন্দেহভাজন হিজবুল্লাহর রকেট হামলায় নিহত হয়েছেন।
ইউরোপের মুসলিম প্রতিনিধিদলে ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও ফ্রান্সের মুসলিম নেতারা আছেন। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন চালগুমি।