বিশ্বের কোটি ভক্তের পছন্দের তারকা টম হ্যাঙ্কস। তাঁর অভিনীত ‘ফরেস্ট গাম’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘কাস্ট অ্যাওয়ে’ সিনেমাগুলো দেখেননি, এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া যাবে না। দুইবার অস্কারজয়ী ভক্তদের প্রিয় তারকা টম হ্যাঙ্কসের পছন্দের সিনেমার তালিকায় কোন কোন নাম আছে, শুনলে চমকে যাবেন। তাঁর পছন্দের সাতটি সিনেমার মধ্যে শীর্ষ সিনেমায় রয়েছে চমক। যে সিনেমা দেখে মাথা ঘুরেছিল টম হ্যাঙ্কসের। আজ টম হ্যাঙ্কসের জন্মদিন। তিনি ১৯৫৬ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। একনজরে দেখে নিতে পারেন টম হ্যাঙ্কসের পছন্দের সিনেমার তালিকা।

শুরুতেই তালিকা দেখে মনে হতে পারে এটি হয়তো টম হ্যাঙ্কসের পছন্দের তালিকার ১ নম্বরে জায়গা করে নেওয়া সিনেমা। আসলে তা নয়। টম হ্যাঙ্কস যুক্তরাষ্ট্রের মাফিয়াদের নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য গডফাদার’কে ৭ নম্বরে রেখেছেন। এই তালিকার শেষে। ফান্সিস ফোর্ড কপোলা তাঁর পছন্দের নির্মাতাদের একজন।

‘দ্য গডফাদার’ ছবির পোস্টার। ছবি: আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে আইনুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। রেলগেট না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে দাবি করে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে খুলনা-চুয়াডাঙ্গা-ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

নিহত আইনুল ইসলাম (২৫) আমিরপুর গ্রামের আরমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আমিরপুর রেলগেট অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেল আরোহী আইনুল ট্রেনের নিচে কাটা পড়েন। এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা রেলগেটে গেটম্যান নিয়োগের দাবিতে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা সদর ইউএনও এম সাইফুল্লাহ ও ওসি খালেদুর রহমান। তারা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গেটম্যান বসানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আটকে থাকা ট্রেনটি খুলনার উদ্দেশে যাত্রা করে।
ইউএনও এম সাইফুল্লাহ জানান, ঘটনার পর তিনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আমিরপুর রেলক্রসিংয়ে দ্রুতই রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের আশ্বাস দিয়েছে রেলওয়ে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ