ইমোতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারণ-প্রতারণা, আটক ১২
Published: 9th, July 2025 GMT
নাটোরের লালপুরে ইমো অ্যাপ ব্যবহার করে দেশি ও প্রবাসীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অশ্লীল ভিডিও ধারণ ও প্রতারণার অভিযোগে ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।
আজ বুধবার ভোর ৫টার সময় লালপুরের বিলমাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে সেনাবাহিনী।
আটক ব্যক্তিরা হলেন- বিলমাড়িয়া এলাকার রাসেল আহমেদ, আবির হোসেন, রিয়াজ হোসেন, রাব্বি হোসেন, মুরাদ হোসেন, মো.
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিলমাড়িয়া এলাকায় একটি চক্র ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ এ চক্রের ১২ সদস্যকে আটক করে। এ সময় তল্লাশি করে ১৬টি অ্যান্ড্রয়েড ফোন, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, ১টি দেশী অস্ত্র, ৫ পিস ইয়াবা ও গাঁজা জব্দ করে। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।
লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, প্রতারক চক্রের ১২ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও ৮ জনের বিরুদ্ধে নিয়মিত সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে দুটি পটকা জাতীয় কিছু বিস্ফোরণ করা হয়েছে। কে বা কারা করেছে আমরা তদন্ত করে দেখছি। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
এর আগে বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে আরও দুই বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২৩ জুন ও ২ জুলাই একই কায়দায় ককটেল বিস্ফোরণ করা হয়। ভবনটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। গত ২৩ জুনের এনসিপির চারজন আহত হয়েছিলেন।