স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
Published: 9th, July 2025 GMT
টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে এক পা দিয়ে রেখেছে টি-২০ র্যাঙ্কিংয়ে ৩২তম অবস্থানে থাকা আজ্জুরিরা।
বুধবারের হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইতালি প্রথমে ব্যাট করতে নামে। অস্ট্রেলিয়া ছেড়ে ইতালির ক্রিকেট বেছে নেওয়া জো বার্নসের দল ৬ উইকেটে ১৬৭ রান তোলে। দলটির ওপেনার এমিলিও গে ২১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ছয়টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
তিনে নামা অভিজ্ঞ বার্নস (৮) অবশ্য রান করতে পারেননি। তবে মিডলের হ্যারি মামেন্তি ৩৮ বলে ৩৮ এবং লোয়ার মিডলের গ্রান্ট স্টুয়ার্ট ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তিনি দুটি চার ও তিনটি ছক্কা মারেন।
জবাবে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৫৫ রানে আটকে যায়। দলটির ওপেনার জর্জ মানসে ৬১ বলে ৭২ রানের ইনিংস খেললেও অন্যরা ব্যর্থ হন। তিনি চারটি চার ও দুটি ছক্কা মারেন। চারে নামা অধিনায়ক রিচি বেরিংটন ৩৭ বলে তিন ছক্কা ও এক চারে ৪৬ রান করেন।
এই জয়ে ইতালি ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে টেবিলে শীর্ষে উঠেছে। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট তুলেছে তারা। ইতালি শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের বিপক্ষে জিতলে সরাসরি ২০২৬ টি-২০ বিশ্বকাপে যাবে ইতালি।
হারলেও বিশ্বকাপে খেলার ভালো সুযোগ থাকবে আজ্জুরিদের। শেষ ম্যাচে স্কটল্যান্ড খেলবে জার্সির বিপক্ষে। ওই ম্যাচে স্কটিশরা অনেক বড় ব্যবধানে না জিতলে নেট রান রেটে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ খেলবে ইতালি। ইউরোপের বাছাইপর্ব থেকে দুটি দল আসবে টি-২০ বিশ্বকাপে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স কটল য ন ড
এছাড়াও পড়ুন:
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএমএড প্রোগ্রাম, আবেদন ফি ৭০০ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রামে ২০২৬ শিক্ষাবর্ষে (ব্যাচ–২০২৬) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
অনলাইনের মাধ্যমে আবেদনব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রামে ভর্তির জন্য https://osapsnew.bou.ac.bd–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
দরকারি তথ্য১. আবেদন ফি: ৭০০ টাকা মাত্র।
২. নিজস্ব মুঠোফোন নম্বর ও ই–মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে।
৩. প্রার্থীকে অবশ্যই আবেদনের কপি, ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুনএইচএসসি–২০২৫ পরীক্ষার ফল অনলাইনে, শিক্ষার্থীরা পাবেন যেভাবে ১৩ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতা১. সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ফাজিল বা ফাজিল সমমানের ডিগ্রি। অথবা
২. সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আল–কোরআন ও তাজবিদ বা আল হাদিস বা আরবি বা আকাইদ ও ফিকহ বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অথবা
৩. ন্যূনতম ফাজিল ডিগ্রিসহ সরকারি বা সরকার অনুমোদিত মাদ্রাসা বা স্কুলের শিক্ষক।
আরও পড়ুনসিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে এডিবি স্কলারশিপ, আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন০৩ অক্টোবর ২০২৫আবেদনের বিস্তারিত তথ্য১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৫।
২. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫।
৩. অনলাইনে প্রবেশপত্র পাওয়ার তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫ থেকে মৌখিক পরীক্ষার আগপর্যন্ত।
# ভর্তির বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd
আরও পড়ুনবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ১৩ অক্টোবর ২০২৫