প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশেষ করে দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিল্প উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে বিএসইসি।

সোমবার (৭ জুলাই) শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (৯ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো.

ওবায়দুর রহমান, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোহসিন চৌধুরীসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

ডিএসইর ‘ডিএস৩০’ সূচক সমন্বয়

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল আইডিএলসি ফাইন্যান্স

বৈঠকে দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সেই সাথে পুঁজিবাজার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

এর আগে, গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপত্বিত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের ৫টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এ সময় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিএসইসির চেয়ারম্যান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা হলো-সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা; পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব‍্যাংকঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা নেওয়া।

বিএসইসি জানিয়েছে, প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারের উন্নয়নের জন্য কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।

ঢাকা/এনটি/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ল প উপদ ষ ট ব এসইস র ব যবস থ সরক র র

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে

বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান ফ্যামিলি ডে ২০২৫।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

ডিএসইসি সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ফ্যামিলি ডে ২০২৫-এর আহ্বায়ক, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ডিএসইসি সদস্য ও তাদের পরিবারের সরব অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। এছাড়া মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা বাড়তি আনন্দ যোগ করে।

দিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল র‍্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালইডি-এর সৌজন্যে দেওয়া হয় একটি মোটরসাইকেল; দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ছিল ঢাকা–ব্যাংকক–ঢাকা যুগল প্লেন টিকিট। এছাড়াও ছিল ঢাকা–কক্সবাজার–ঢাকা প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের হেলিকপ্টার রাইড টিকিট।

প্রথম পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ, দ্বিতীয় পুরস্কারটি প্রদান করেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দেশের খ্যাতনামা শিক্ষা ও কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ। তাদের মধ্যে ছিল গ্রী স্টার, মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরএকে সিরামিকস এবং ইগলু আইসক্রিম।

ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পারিবারিক বন্ধন এবং সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • আইপিও ৬ মাসে শেষ করা হবে : ডিএসই চেয়ারম্যান
  • হিরু চক্রের কারসাজি তদন্তে দুদকে তথ্য দিয়েছে বিএসইসি
  • সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে