সাবেক এমপি রেজাউলের সম্পদের হিসাব চেয়ে নোটিশ ঝুলালো দুদক
Published: 9th, July 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং তার ছোট ভাই দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব চেয়ে দুটি নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া জেলা কার্যালয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার সোনাইকুন্ডি গ্রামের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে এ নোটিশ ঝুলানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী ২১ কার্যদিবসে মধ্যে জমা দিতে বলা হয়েছে।
সাবেক এমপি রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচিত সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
দুদকের নোটিশ জারির পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুলাইয়ের পর থেকে তারা উভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে তাদের কেউ নিজ বাড়িতে অবস্থান করছেন না।
এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, তারা বাড়ি না থাকায় তাদের বাড়িতে নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। নির্ধারিত সময়ের মধ্য সম্পদের বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ লতপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন