চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬৮.৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। তবে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় ফল প্রকাশ করা হয়। 

এবার মোট পরীক্ষাথী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ছাত্রী ছিলেন ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন, ছাত্র ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন। এদের মধ্যে ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী ও ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র পাস করেছে।

এ হিসাবে ছাত্রীদের পাসের হার ৭১ দশমিক শূন্য ৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

অপরদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র। এবার ছাত্রদের চেয়ে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে হয়।  তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জন ছ ত র পর ক ষ

এছাড়াও পড়ুন:

ফল পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের উচ্ছ্বাস

ছবি: সোয়েল রানা

সম্পর্কিত নিবন্ধ

  • সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস
  • মাধ্যমিকের স্বাভাবিক ফল, অস্বাভাবিক ফেল
  • লক্ষ্মীপুরে ফলাফলে এগিয়ে রায়পুর, পিছিয়ে রামগতি
  • ৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল দিনাজপুর শিক্ষা বোর্ডে
  • এসএসসির ফল নিয়ে বগুড়া জিলা স্কুলে হট্টগোল
  • মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে ৯৭.২১ শতাংশ উত্তীর্ণ
  • ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
  • ভোকেশনালে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার
  • স্বপ্নপূরণের পথে এক ধাপ এগোল মহির
  • ফল পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের উচ্ছ্বাস