মেটলাইফ স্টেডিয়ামে কাল রাতে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলাই করেছে পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে ৪-০ গোলে হারিয়ে উঠে গেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন পিএসজির ফুলব্যাক আশরাফ হাকিমি। রিয়ালকে বিদায় করে দেওয়ার পর সাবেক ক্লাবকে একটু খোঁচাও দিয়েছেন মরোক্কান ডিফেন্ডার।

২০২০ সালে রিয়াল মাদ্রিদ হঠাৎ করেই বিক্রি করে দেয় হাকিমিকে। তখন অনেকে প্রশ্ন করেছিলেন, এত সম্ভাবনাময় এক খেলোয়াড়কে কেন ছেড়ে দেওয়া হলো? হাকিমিও বোধ হয় ঠিক মেনে নিতে পারেননি ব্যাপারটা। ডিএজেডএনে সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্লদ মাকেলেলেকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল ছাড়া নিয়ে হাকিমি বললেন, ‘সিদ্ধান্তটা ওদের ছিল, আমার নয়।’

রিয়ালের জার্সিতে আশরাফ হাকিমি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড

‎ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ ধরায় ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

‎বুধবার (১৫ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

‎সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেছেন,‎ বুধবার ভোরে সদরপুর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি জানান, অভিযানকালে জব্দ করা ২০ কেজি ইলিশ মাছ পূর্ব শ্যামপুর মাদ্রাসা এবং দশহাজার মাদ্রাসায় বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/তামিম/রফিক

সম্পর্কিত নিবন্ধ