গ্র্যামি একাডেমির ভোটিং সদস্য হলেন শামস আহমেদ
Published: 10th, July 2025 GMT
বাংলাদেশি-আমেরিকান শামস আহমেদ গ্র্যামি পুরস্কারের আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমির ভোটিং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এমি অ্যাওয়ার্ডজয়ী সংগীত পরিচালক এটিকে তাঁর পেশাগত জীবনের বড় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। ভোটিং সদস্য হিসেবে শামস আহমেদ এখন গ্র্যামি মনোনয়ন এবং পুরস্কার বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এক সংবাদ বিজ্ঞাপ্তিতে তিনি বলেন, ‘এই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে হলে প্রথমে দুজন প্রতিষ্ঠিত সদস্যের সুপারিশ লাগত এবং এরপর একাডেমির প্রেসিডেন্ট হার্ভে ম্যাসন জুনিয়রসহ শীর্ষ নেতৃত্ব কর্তৃক একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হতো। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি প্রান্তিক শিল্পীদের কণ্ঠকে জোরালোভাবে তুলে ধরতে এবং শিল্পজগতে আরও বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাই।’
২০২৩ সালে শামস আহমেদ ৪৪তম স্পোর্টস এমি অ্যাওয়ার্ডসে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে বিজয়ী হন। সেই মুহূর্তটিকে তিনি বর্ণনা করেছিলেন ‘অবিশ্বাস্য’বলে।
শামস আহমেদ নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তিনি বাংলাদেশের একটি সুপরিচিত পরিবারের সন্তান এবং নিউজার্সির বাসিন্দা। তাঁর মা রাজিয়া আহমেদ এবং পিতা ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ তারেক একজন প্রখ্যাত গায়ক ও সাংস্কৃতিক সংগঠক। তিনি প্রতিবছর মুক্তধারা বইমেলায় ‘শৌখিন’ গানের দলের সঙ্গে অংশগ্রহণ করেন।
আরও পড়ুনগ্র্যামি মনোনয়নপ্রাপ্ত শিল্পীর সঙ্গে গাইলেন ঢাকার গায়ক জুয়েল১৮ মে ২০২৪শামস আহমেদ প্রয়াত শহীদ ডা.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।