ভোলায় মুঠোফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে। তিন ব্যবসায়ীর অভিযোগ, ব্যাংকের মাধ্যমে এসব টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন বিক্রয় প্রতিনিধিরা। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা আজ শুক্রবার ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ সকাল নয়টার দিকে ভোলার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তাঁরা হলেন ভোলা সদরের ওবায়েদুর রহমান, বোরহানউদ্দিনের শাহজাদা আখন্দ ও মোসলেহ উদ্দিন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম এহসান কবির। তিনি ভোলা সদরের বাসিন্দা। তিন বছরের বেশি সময় ধরে তিনি রিয়েলমি কোম্পানির হয়ে কাজ করছেন। স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে রিয়েলমির ব্যবস্থাপক হিসেবে চেনেন।

লিখিত বক্তব্যে ওই ব্যবসায়ীরা বলেন, মুঠোফোন কোম্পানি রিয়েলমির নতুন প্যাকেজে তাঁদের মুঠোফোন দেওয়ার আশ্বাসে ১ কোটি ৮৫ লাখ টাকা নিয়েছেন বিক্রয় প্রতিনিধি এহসান কবীর। এরপর তিনি গা ঢাকা দিয়েছেন। ৫ জুলাই বেলা ১১টার পর থেকে এহসানের সব মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে অর্থ দেওয়ার সব প্রমাণ সংরক্ষিত আছে। তাঁদের ধারণা, ওই বিক্রয় প্রতিনিধি ভোলার সাত উপজেলার অসংখ্য মুঠোফোন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে মুঠোফোন প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ওই ব্যবসায়ীরা আরও জানান, রিয়েলমি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তেমন সহযোগিতা করছেন না।

জিডির বিষয়টি নিশ্চিত করে ভোলার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাচনাইন পারভেজ বলেন, অভিযুক্ত এহসানের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য় র এহস ন

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ