চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরের ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক দিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা চলতি মৌসুমে এটিই প্রথম।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ২৩ জনের ডেঙ্গু পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন বর্ষা মৌসুম। তাই ডেঙ্গুর ঝুঁকি বেশি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১০ জন নারী। এ নিয়ে জুলাই মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হলো ১৪১ জন। এ বছর মোট আক্রান্ত ৫৮৬ জন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন।

তবে প্রতিটি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র থেকে ডেঙ্গুতে আক্রান্তের প্রতিবেদন নিয়মিত সিভিল সার্জন কার্যালয়ে যায় না। এ জন্য ডেঙ্গুতে আক্রান্তের সঠিক চিত্র এর চেয়ে বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ভ ল স র জন ২৩ জন র

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য নিচে নামেন দুই শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান তারা। এ ঘটনায় আহত হয়েছেন ভবন নির্মাণের ঠিকাদার।

আরো পড়ুন:

নালা থেকে উদ্ধার করা সেই শিশুকে বাঁচানো যায়নি 

মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ২ তরুণের মৃত্যু 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ