চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরের ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক দিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা চলতি মৌসুমে এটিই প্রথম।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ২৩ জনের ডেঙ্গু পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন বর্ষা মৌসুম। তাই ডেঙ্গুর ঝুঁকি বেশি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১০ জন নারী। এ নিয়ে জুলাই মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হলো ১৪১ জন। এ বছর মোট আক্রান্ত ৫৮৬ জন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন।

তবে প্রতিটি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র থেকে ডেঙ্গুতে আক্রান্তের প্রতিবেদন নিয়মিত সিভিল সার্জন কার্যালয়ে যায় না। এ জন্য ডেঙ্গুতে আক্রান্তের সঠিক চিত্র এর চেয়ে বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ভ ল স র জন ২৩ জন র

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ