কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতার বাড়িতে হামলা করা হয়েছে। এ সময় তাঁর ছোট ভাইয়ের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বেলা ১১টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত একটার দিকে লাল চাঁদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা লাল চাঁদের ছোট ভাই যুবদলের কর্মী সুবেল আহম্মেদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা বাড়ির দিকে লক্ষ্য করে ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়।

আগুন জ্বলার একটি ভিডিও সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ঘরের বেড়ায় আগুন দাউ দাউ করে জ্বলছে। একজনকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছিল, ‘বাড়ির রান্নার ঘরের গ্যাসসিলিন্ডার সরিয়ে ফেল। সুবেলের ঘরে আগুন দিয়েছে। আগুন নিভাও পানি দাও।’ পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুবেল আহম্মেদ অভিযোগ করেন, ‘রাজনীতি করার কারণে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। বড় ভাইয়ের ঘরে ভাঙচুর চালিয়েছে। আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। বোমাও ছুড়েছে।’

স্থানীয় কুঁচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক নাম উল্লেখ করেছে, সেসব বিষয়ে তদন্ত চলছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব তালুকদার আজ সকালে প্রথম আলোকে বলেন, একটা ঘটনা ঘটেছে। থানায় এখনো কেউ মামলা করেনি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের খালি কৌটা উদ্ধার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ