Samakal:
2025-09-18@01:30:31 GMT

‘কবিতার কবি কবিতার ছবি’

Published: 13th, July 2025 GMT

‘কবিতার কবি কবিতার ছবি’

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবিতা ও আবৃত্তি নিয়ে অনুষ্ঠান ‘কবিতার কবি, কবিতার ছবি’। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি সাজানো হয়েছিল কবি টোকন ঠাকুর, কবি মালেক মুস্তাকিম ও কবি রিমঝিম আহমেদের সৃষ্টি নিয়ে।

প্রথমেই ছিল কবি মালেক মুস্তাকিম পর্ব। তাঁর ‘একুশ ফিরে আসে’ কবিতার বৃন্দ আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটে। তিন পর্বে কবিদের পরিচিতি পাঠ করেন প্রণিতা দেব চৈতী, মমি ভট্টাচার্য্য ও অরিত্র রোদ্দুর ধর। আলোচনা করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, কবি জ্যোতির্ময় নন্দী ও  কবি ওমর কায়সার। আলোচকরা বলেন, ‘এই আয়োজন শুধু আবৃত্তির প্রদর্শনী নয়, কবিতা ও কাব্যচিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছে।’

মঞ্চে কবিতার পঙক্তিমালা উচ্চারণ করেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, জাভেদ হোসেন, পিউ সরকার, রনি চৌধুরী,  শারমিন মৃত্তিকা, লাভলী আক্তার নিশাথ, রীমা দাশ, অসীম দাশ, ফজিলাতুন নেছা শাওন, সন্দিপন সেন একা, অর্পিতা দাশ, জিকো সরকার, সুতপা মজুমদার,  জয়শ্রী মজুমদার জয়া, মোহিনী সংগীতা সিংহ, হোসনে আরা নাজু, পৃথুলা চৌধুরী, হিমানী মজুমদার, সত্যজিৎ চক্রবর্তী, অনিমেশ পালিত, অর্চি দত্ত, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, পাতা দে বৃষ্টি।

অনুষ্ঠানে রিমঝিম আহমেদের ‘মানুষের সমীপে’ ও টোকন ঠাকুরের ‘হাসিকান্না ২০২১’ কবিতার বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়। বৃন্দ আবৃত্তি তিনটির নির্দেশনা দেন আবৃত্তিশিল্পী মাঈনুল আজম চৌধুরী। কবিদের উত্তরীয় ও স্মারক তুলে দেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ, সহসভাপতি নারায়ণ প্রসাদ বিশ্বাস ও সাধারণ  সম্পাদক প্রণব চৌধুরী। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি।  

অনুষ্ঠানের নেপথ্যে দায়িত্ব পালন করেন কাজী মামুন, রমিজ বাবু, সৌরভ দে, কিফায়াৎ কবীর উৎস, মোহাম্মদ তাহসিন, প্রিয়ন্তী বড়ুয়া, অভিষেক রুদ্র রাজ, লাবণ্য দেব শ্রেয়া।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ