যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত রজনীর দৌলতপুরে দাফন
Published: 22nd, July 2025 GMT
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত উম্মে হাবীবা রজনীর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, আজ ভোরে সাদিপুর গ্রামের শ্বশুর বাড়িতে রজনীর মরদেহ নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে শোকের ছায়া নেমে আসে।
আরো পড়ুন:
‘ব্যাগটা ওর সঙ্গে সবসময় থাকতো, এখন এটাই একমাত্র সান্ত্বনা’
যশোরে শিক্ষা বোর্ড ও ডিসি অফিসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
মারা যাওয়া রজনীর তিন সন্তানের মধ্যে ছোট মেয়ে ঝুমঝুম ইসলাম পঞ্চম শ্রেণিতে ও মেজ ছেলে রোহান ইসলাম ষষ্ঠ শ্রেণিতে পড়েন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। বড় ছেলে রুবাই ইসলাম এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
রজনীর স্বামী জহুরুল ইসলাম জানান, গতকাল সোমবার (২১ জুলাই) রজনী তার মেয়েকে আনতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যান। এসময় যুদ্ধবিমান বিধ্বস্ত হলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তার মেয়ে ঝুমঝুম স্কুল ছুটি হওয়ার পরপরই ক্যাম্পাস থেকে বের বের হয়ে যাওয়ায় সে প্রাণে বেঁচে গেছে।
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।