এক মিনিট নিরাবতা পালন করে শুরু বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
Published: 22nd, July 2025 GMT
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকে মুহ্যমান পুরো বাংলাদেশে। বিমান বিধ্বস্তের ঘটনায় হৃদয় পুড়ছে সবার। যা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও।
শ্রদ্ধার সঙ্গে নিহতদের স্মরণ করে মাঠে নেমেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষ্যে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড ধারণ করেছেন। এছাড়া বিসিবির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন:
এবার ফিরলেন লিটন
ভরসার হাত এখন ছড়ানো
ম্যাচ চলাকালীন কোনো গান বাজানো হচ্ছে না স্টেডিয়ামে। পুরো ম্যাচ জুড়েই পরিবেশ রাখা হবে মর্যাদাপূর্ণ। এর আগে বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বাংলাদেশের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজে এগিয়ে। আজ জিতলেই বাংলাদেশ জিতে যাবে সিরিজ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।