মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকে মুহ‌্যমান পুরো বাংলাদেশে। বিমান বিধ্বস্তের ঘটনায় হৃদয় পুড়ছে সবার। যা ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও।

শ্রদ্ধার সঙ্গে নিহতদের স্মরণ করে মাঠে নেমেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ‌্যা ৬টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। 

ম‌্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষ‌্যে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম‌্যাচ অফিসিয়ালরা কালো আর্মব‌্যান্ড ধারণ করেছেন। এছাড়া বিসিবির উদ‌্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন:

এবার ফিরলেন লিটন

ভরসার হাত এখন ছড়ানো

ম‌্যাচ চলাকালীন কোনো গান বাজানো হচ্ছে না স্টেডিয়ামে। পুরো ম‌্যাচ জুড়েই পরিবেশ রাখা হবে মর্যাদাপূর্ণ। এর আগে বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

বাংলাদেশের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ‌্যমে পোস্ট করে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজে এগিয়ে। আজ জিতলেই বাংলাদেশ জিতে যাবে সিরিজ। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ