এক সেঞ্চুরিতে তিন কিংবদন্তিকে পেছনে ফেলার সুযোগ রুটের
Published: 23rd, July 2025 GMT
তিনি এখন তালিকায় পাঁচ নম্বরে। তবে পাঁচ থেকে জো রুট দুইয়ে চলে যাবেন খুব শিগগির, এতে কোনো সন্দেহ নেই। কোন তালিকার কথা বলা হচ্ছে, সেটা হয়তো সবাই বুঝে গেছেন। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা।
১৩২৫৯ রান নিয়ে এই তালিকায় আপাতত পাঁচ নম্বরে থাকা রুটের সামনে আছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯), রিকি পন্টিং (১৩,৩৭৮) ও শচীন টেন্ডুলকার (১৫,৯২১)। বুঝতেই পারছেন দ্রাবিড়, ক্যালিস ও পন্টিং একেবারে রুটের হাতের নাগালেই আছেন।
২৩ জুলাই বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্টেই একলাফে এই তিনজনকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে চলে যেতে পারেন রুট। দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়াতে রুটের দরকার মাত্র ৩১ রান। দ্বিতীয় স্থানে থাকা পন্টিংকে ছাড়িয়ে যেতে লাগবে ১২০ রান।
জো রুট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত