বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৭ জন একই পরিবারের
Published: 23rd, July 2025 GMT
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত আটজনের মধ্যে সাতজনই একই পরিবারের। তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। পরিবার জানায়, রোগী দেখতে নিহতরা সিরাজগঞ্জে যাচ্ছিলেন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আরো পড়ুন: নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৮
আরো পড়ুন:
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৩০
নিহত একই পরিবারের সাতজন হলেন- জাহিদুল ইসলাম (৫৫), সেলিনা খাতুন (৫০), রওসনারা আক্তার ইতি (৪৮), আনোয়ারা খাতুন (৫৫), আনোয়ারা খাতুন আনু (৫০), আনজুমান (৬০) ও সীমা (৩৫)। নিহত মাইক্রোবাস চালকের নাম শাহাবুদ্দিন (৪২)। তিনিও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
নিহত জাহিদুল ইসলামের চাচাতো ভাই মানজারুল ইসলাম খোকন বলেন, “আমার চাচাতো ভাইয়ের দুই ছেলে প্রবাসে থাকেন। দুইদিন আগে তার এক ছেলের স্ত্রীর অপারেশন হয়েছে। তিনি বাবার বাড়ি সিরাজগঞ্জে থাকেন। তাকে দেখতে আজ সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে চাচাতো ভাই, ভাবিসহ পরিবারের সাতজন সিরাজগঞ্জ যাচ্ছিলেন।”
আরো পড়ুন: নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ৬
তিনি বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় পরিবারের সাতজনই ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে জাহিদুলের স্ত্রী, বোন, শ্বাশুরি, শালিকাও রয়েছেন।”
সরেজমিনে দুপুর ২টার দিকে ধর্মদহ গ্রামে গিয়ে দেখা যায়, নিহতদের বাড়ির বাইরে প্রতিবেশীরা ভিড় করেছেন। আত্মীয়-স্বজনরা বাড়ির অন্যান্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। একই পরিবারের সাতজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, “নিহতদের বাড়ি ধর্মদহ গ্রামে জানতে পেরেছি। স্থানীয় ক্যাম্প পুলিশকে ওই বাড়িতে পাঠানো হয়েছে। তারা যোগাযোগ রাখছেন।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত একই পর ব র র পর ব র র স ন হতদ র দ র ঘটন
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫