জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
Published: 23rd, July 2025 GMT
গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৩ জুলাই) উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের গোলাপ খাঁর ছেলে হাসান খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের বাচ্চু খাঁর সঙ্গে জমি নিয়ে একই গ্রামের হাসান খাঁর বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন বাচ্চু খাঁ, তার ছেলে হৃদয় খাঁসহ অজ্ঞাত আরো কয়েকজন। এ সময় হাসানের পরিবার বাধা দিলে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগকারী হাসান খাঁ বলেন, ‘‘জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে আমি বাড়িতে না থাকার সুযোগে বাচ্চু খাঁর লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন। পরে ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুর করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’’
আরো পড়ুন:
‘মিষ্টি’ কম নেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ২ ভাই গ্রেপ্তার
অভিযোগের বিষয়ে জানতে বাচ্চু খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/বাদল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল