গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৩ জুলাই) উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের গোলাপ খাঁর ছেলে হাসান খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের বাচ্চু খাঁর সঙ্গে জমি নিয়ে একই গ্রামের হাসান খাঁর বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন বাচ্চু খাঁ, তার ছেলে হৃদয় খাঁসহ অজ্ঞাত আরো কয়েকজন। এ সময় হাসানের পরিবার বাধা দিলে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগকারী হাসান খাঁ বলেন, ‘‘জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে আমি বাড়িতে না থাকার সুযোগে বাচ্চু খাঁর লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন। পরে ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুর করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’’

আরো পড়ুন:

‘মিষ্টি’ কম নেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ২ ভাই গ্রেপ্তার

অভিযোগের বিষয়ে জানতে বাচ্চু খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ