এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় কি নিষিদ্ধ হবেন মেসি
Published: 24th, July 2025 GMT
এ বছর মেজর লিগ সকারে (এমএলএস) অল-স্টার গেম আজ অনুষ্ঠিত হলো অস্টিনের কিউ২ স্টেডিয়ামে। মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অল-স্টারস। এ ম্যাচে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন এমএলএসের দল ইন্টার মায়ামির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।
আরও পড়ুনবার্সেলোনাই এখন রাশফোর্ডের ‘ঘর’১ ঘণ্টা আগেএমএলএসের নিয়ম অনুযায়ী, যেসব খেলোয়াড়কে এই ম্যাচের জন্য বাছাই করা হয়েছে, চোটের মতো যৌক্তিক কারণ ছাড়া তাঁদের কেউ না খেললে শাস্তি পেতে হবে। মায়ামি থেকে মেসি ও জর্দি আলবা সুযোগ পেয়েছিলেন এই ম্যাচের এমএলএস অল-স্টারস দলে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না। তাৎক্ষণিকভাবে এর কারণ ব্যাখ্যা করা হয়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা।
মেসি ও আলবা অল–স্টার গেমে খেলেননি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান