কক্সবাজারের টেকনাফে বোরকা পড়ে নারীর ছদ্মবেশে চেকপোস্ট পার হওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাতে শালবাগান এপিবিএন ক্যাম্পের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটক যুবক রশিদ আহমেদ (২৭)। তিনি টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের ফরিদ আহমেদের ছেলে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘টেকনাফ মডেল থানার এএসআই মো.

আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স ও ১৬ এপিবিএন সদস্যরা শালবাগান চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক ব্যক্তি কালো বোরকা পরে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় গোপন করতে এলোমেলো কথা বলেন এবং ক্যাম্পে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এমনকি পালানোর চেষ্টাও করেন। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

ঢাকা/তারেকুর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ