জুলাইয়ে ইন্টারনেট বন্ধের কারণে মৃত্যুর আগে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি শাফিন
Published: 24th, July 2025 GMT
জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন, ভার্জিনিয়ার শোর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ কারণে শো বাতিল করে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। এরপর আর ফেরানো যায়নি। মৃত্যুবার্ষিকীর দিনটি পারিবারিকভাবে পালন করা হচ্ছে। সন্ধ্যায় মিলাদের সঙ্গে কবর জিয়ারত করতে যাবে পুরো পরিবার।
শাফিন আহমেদের বড় ছেলে আজরাফ আহমেদ অজি প্রথম আলোকে বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকীর সব আয়োজন নিজেদের মধ্যে করছি। সন্ধ্যায় মিলাদ ও কবর জিয়ারতে যাব। সব সময় তো তাঁকে মিস করি, তবে আজ যেন সারা দিন ধরেই বাবার স্মৃতিগুলো মনে পড়ছে।’
সবার কাছে ব্যান্ড তারকা হলেও অজির কাছে শাফিন আহমেদ ছিলেন একজন ফ্যামিলিম্যান। যেকোনো ছোট আয়োজন হলেও পরিবারের সবাইকে মাতিয়ে রাখতেন তিনি। অজি বলেন, ‘আমরা বাচ্চারা কত আইডিয়া তাঁর সঙ্গে শেয়ার করতাম, কিন্তু কখনো তিনি বিরক্ত হতেন না। অলওয়েজ পজিটিভ রেসপন্স করতেন, অনুপ্রেরণা দিতেন।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ফ ন আহম দ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন