তথ্যের সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস)–এর সফল বাস্তবায়নের জন্য আইএসও সনদ অর্জন করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। মর্যাদাপূর্ণ এ সনদ সাইবার নিরাপত্তায় বাংলালিংকের কার্যক্রম পরিচালনাগত সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকের তথ্যের সুরক্ষায় প্রতিষ্ঠানটির দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলালিংক আইএসওর সর্বশেষ সংস্করণের মানদণ্ড অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে। আইএসও সনদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানটি তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও ব্যবস্থাপনাবিষয়ক ৬০টির বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে। পাশাপাশি বাংলালিংকের সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) ও সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) থেকে রিয়েল টাইম নজরদারি ও তদারকির ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়।

আইএসও সনদ অর্জনের বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টার্কার বলেন, ‘গ্রাহকদের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের যাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে আইএসও সনদ। ২০১৩ সাল থেকেই আমরা তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি করা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা ও মানদণ্ড পূরণে কাজ শুরু করি। এই অর্জন আমাদের এক দশকের বেশি সময়ের নিরলস শ্রমের স্বীকৃতি। বাংলালিংক শুধু নিজেদের নেটওয়ার্কই নয়, গ্রাহকদের আস্থাও সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে আমরা উদ্ভাবনের সঙ্গে সংগতিপূর্ণ নিরাপদ গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সেবা দিতে বদ্ধপরিকর। এই সনদ কেবল প্রযুক্তিগত অর্জন নয়, এটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’

প্রসঙ্গত, বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সব মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে বাংলালিংক নিয়মিত অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা পরিচালনা করে থাকে। পাশাপাশি নিজেদের কর্মীদের তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম নদণ ড ব যবস থ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে এমআইটি প্রোগ্রাম, পরীক্ষা দুই ধাপে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ২০২৫-২৬ সেশনে ফল সেমিস্টারে এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য—

১. প্রতিটি ৬ মাস সেমিস্টার, ৩টি বিভক্ত হবে

২. সন্ধ্যাকালীন অফিস ছুটির পর ক্লাস

৩. অনলাইনে আবেদন করতে হবে:

আবেদনের যোগ্যতা—

১. চার বছরের স্নাতক ডিগ্রি এসই বা সিই বা সিএসই বা আইটি বা সিআইটি বা আইসিটি বা ইসিই বা ইটিই বা ইইই বা গণিত বা ফলিত গণিত বা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বা পদার্থ বা ফলিত পদার্থ বা আরএমই বা সমমান ডিগ্রি বা এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমাসহ ৩–৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে

২. স্নাতক স্তরে আবেদনকারীদের কমপক্ষে সিজিপিএ–২.৫০ থাকতে হবে ৪.০০ (অথবা সমমানের) স্কেলে

৩. কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ (অথবা সমমানের) ডিগ্রি অর্জন করা যাবে না

৪. আইটি চাকরির অভিজ্ঞতা অথবা পিজিডিআইটি ডিগ্রিধারী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনজার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ৩ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার বিস্তারিত—

পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় কম্পিউটার, পরিমাণগত, বিশ্লেষণাত্মক এবং ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন করা হবে। সফল (লিখিত পরীক্ষা) প্রার্থীদের এমআইটিতে ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচনের জন্য একটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার বিস্তারিত—

১. আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৫

২. লিখিত পরীক্ষার তারিখ: ২ আগস্ট ২০২৫, আইআইটি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ৪ আগস্ট ২০২৫

৪. মৌখিক পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫

৫. ফলাফল প্রকাশের তারিখ: ১০ আগস্ট ২০২৫

৬. এমআইটি প্রোগ্রামে মেধাতালিকা: ১২-২৪ আগস্ট ২০২৫

৭. ক্লাস শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • হুমকি দেওয়া নিয়ে ইবিতে সহ-সমন্বয়ক ও শিক্ষার্থীর পাল্টাপাল্টি অভিয
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে এমআইটি প্রোগ্রাম, পরীক্ষা দুই ধাপে