তথ্যের সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস)–এর সফল বাস্তবায়নের জন্য আইএসও সনদ অর্জন করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। মর্যাদাপূর্ণ এ সনদ সাইবার নিরাপত্তায় বাংলালিংকের কার্যক্রম পরিচালনাগত সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকের তথ্যের সুরক্ষায় প্রতিষ্ঠানটির দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলালিংক আইএসওর সর্বশেষ সংস্করণের মানদণ্ড অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে। আইএসও সনদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানটি তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও ব্যবস্থাপনাবিষয়ক ৬০টির বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে। পাশাপাশি বাংলালিংকের সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) ও সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) থেকে রিয়েল টাইম নজরদারি ও তদারকির ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়।

আইএসও সনদ অর্জনের বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টার্কার বলেন, ‘গ্রাহকদের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের যাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে আইএসও সনদ। ২০১৩ সাল থেকেই আমরা তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি করা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা ও মানদণ্ড পূরণে কাজ শুরু করি। এই অর্জন আমাদের এক দশকের বেশি সময়ের নিরলস শ্রমের স্বীকৃতি। বাংলালিংক শুধু নিজেদের নেটওয়ার্কই নয়, গ্রাহকদের আস্থাও সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে আমরা উদ্ভাবনের সঙ্গে সংগতিপূর্ণ নিরাপদ গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সেবা দিতে বদ্ধপরিকর। এই সনদ কেবল প্রযুক্তিগত অর্জন নয়, এটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’

প্রসঙ্গত, বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সব মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে বাংলালিংক নিয়মিত অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা পরিচালনা করে থাকে। পাশাপাশি নিজেদের কর্মীদের তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম নদণ ড ব যবস থ

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।

দরকারি তথ্য

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদন ফি: এক হাজার টাকা

মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)

//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতা

যেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।

কোর্সের বিস্তারিত

শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত

১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।

২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।

৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।

৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।

পরীক্ষার বিষয়

১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের

২. মৌলিক গণিত ২৫ নম্বরের

৩. ইংরেজি ১০ নম্বরের

৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০