মাহতাব বলেছিল, ‘আব্বু তোমরা চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব’
Published: 25th, July 2025 GMT
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়াকে (১৪) কুমিল্লার দেবীদ্বারে দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জানাজা শেষে কুমিল্লার দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চুলাশে ভূঁইয়া বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় পড়ে আছে জানাজায় ব্যবহৃত খাটিয়া। তখন বাড়িতে ছিলেন না মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া ও মা লিপি আক্তারকে। কথা হয় মাহতাবের চাচা তানভীর হায়দার ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, ভাইয়ের মৃত্যুতে বোন নাবিলা কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। ভাইয়ের সুস্থতার জন্য সে এক মাস রোজা রাখার মানত করেছিল। গতকাল থেকে সে রোজা রাখে। কিন্তু দুপুরেই মাহতাব চলে যায়। নাবিলা এতটাই ভেঙে পড়ে যে হাসপাতালে নিতে হয়। সেখানেই ওর মা-বাবা গেছে।
বেলা পৌনে একটার দিকে মিনহাজুর রহমান গ্রামের বাড়িতে আসেন। সন্তানের শোকে তাঁর চেহারায় ছিল গভীর বেদনার ছাপ। তিনি কথা বলতেও পারছিলেন না। তাঁর তিন সন্তানের মধ্যে মাহতাব ছিল দ্বিতীয়। বড় মেয়ে নাবিলা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যমের দশম শ্রেণির শিক্ষার্থী। মাহতাব ছিল ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণিতে। তাঁরা উত্তরা ১২ নম্বর সেক্টরের ফ্ল্যাটে থাকতেন। মিনহাজুর রহমান গাজীপুরে গ্রেটওয়াল সিরামিকসে এজিএম হিসেবে কর্মরত।
মাহতাবের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা অনেক জায়গায় খুঁজছিলাম। হঠাৎ অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। চিকিৎসক বলেন, আপনার ছেলের অবস্থা গুরুতর। পরে জানি, ছেলেটা নিজেই চিকিৎসককে বলেছিল, “আঙ্কেল আমার আব্বুকে একটা কল দেন।” তখন চিকিৎসক জিজ্ঞাসা করে, তুমি নম্বর বলতে পারবা, তখন মাহতাব আমার মুঠোফোন নম্বর বলে। এরপর আমরা সেখানে যাই।’ তিনি আরও বলেন, ‘যাওয়ার পর ছেলেটা আমাদের উল্টো সান্ত্বনা দিয়ে বলে, “আমার সঙ্গে যারা ছিল সবাই মারা গেছে, তোমরা চিন্তা করো না। আমি সুস্থ হয়ে যাব, ইনশা আল্লাহ। আব্বু-আম্মু তোমরা চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব।”ছেলেটার কথাগুলো এখনো কানে ভেসে আসছে।’
মাহতাব রহমানের গ্রামের বাড়ি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন
লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন
সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ