ফতুল্লায় বিএনপি নেতাদের সাথে শ্রমিকলীগ ক্যাডার ডাকাত জাকির, ক্ষোভ
Published: 25th, July 2025 GMT
শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের আর্শীবাদপুস্ট বৈষম্য বিরোধী একাধিক মামলার পলাতক আসামী জাকির হোসেন ওরফে ডাকাত জাকিরকে প্রকাশ্যে দেখা গেছে। শুক্রবার দুপুরে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাছান মাহমুদ পলাশ ও যুগ্ম সম্পাদক মুসলিম আহমেদের শেল্টারে প্রকাশ্যে এসেছে।
তথ্যমতে জাকির হোসেন ওরফে ডাকাত জাকির বিগত হাসিনা সরকারের শাসনামলে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ প্যানেলের দাপা ট্রান্সপোর্টের সাবেক সাধারন সম্পাদক এবং পাগলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ডাকাত জাকির পলাশের সহযোগীতা ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে ৫ আগস্ট হাসিনা সরকার পালিয়ে গেলে জাকিরও আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা শ্রমিক লীগ নেতা জাকিরকে শুক্রবার দুপুরে দেখা যায় ফতুল্লা থানার দাপা শাহজাহান রোলিং মিল ইয়াদ আলী মসজিদ এলাকায়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন ইয়াদ আলী মসজিদে নামাজ পরে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন হত্যা মামলার আসামী সদ্য কারামুক্ত জয়নালে বাড়ীতে যায়। সেখানেই দেখা যায় জাকিরকে।
তবে গিয়াসের সাথে কোন ছবি দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে শ্রমিক লীগ নেতা জাকিরের সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও যুগ্ম সম্পাদক মুসলিম আহমেদ সহ বিএনপির একাধিক নেতৃবৃন্দের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ছবি দেখে ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে।
কারো কারো মতে ফতুলায় রাজনৈতিক অবস্থান শূন্যের কোঠায় থাকা সাবেক সাংসদ গিয়াস উদ্দিন নিজ বলয় শক্তিশালী করতে শ্রমিক লীগের চিহ্নিত ক্যাডার ডাকাত জাকিরের মতো একজন সন্ত্রাসীকে দলে ভেড়ানোর চেস্টা করছেন।
জানা যায়, ডাকাত জাকিরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ৫-৬ টি হত্যা মামলা রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ম দ পল শ ব এনপ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।