উৎসব মুখর পরিবেশে বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতাকর্মীদের  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় বন্দর উপজেলার দাঁশেরগাওস্থ সাবেক যুবদল নেতা আল  মামুনের বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, সময়ে এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। তাই এখন থেকে সকল সাবেক যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের মনে রাখতে হবে  আপনারা  কোন ব্যাক্তির দল করেন না আপনারা শহীদ জিয়া ও তারেক জিয়ার দল করেন।

দল যাকে মনোনয়ন দিবে বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতাকর্মীরা তার পক্ষে কাজ করবে। বন্দরে বিএনপি রাজনীতিতে গতিশীল করার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। বন্দরে ৫টি ইউনিয়নে সাবেক যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে মত বিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি   মনিরুল ইসলাম মনু সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা ফরিদ হোসেন।

বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম এর সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবু মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুবের একই কমিটির সাবেক সাধারন সম্পাদক নূর হোসেন, মামুন, শাহাবুদ্দিন, রেহান উদ্দিন, মনির হোসেন, সামছুল হক, নূর মোহাম্মদ, মিজান, সুরুজ, বাবুল, কামাল, আলী হোসেনসহ বন্দর উপজেলা পরিষদের ৫টি ইউনিয়ন সাবেক যুবদলের নেতৃবৃন্দ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ব এনপ ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ