মাইলস্টোন উত্তরা
যা হারায় তার সমান অন্য সবকিছু নয়
কিছু কিছু হারানো সাধারণ চলে যাবার চাইতে বেশি
তাদের মনে রাখে সবুজ গাছে বসে থাকা বক
তাদের দেখতে থাকে রাতের তারাদল।
কফিটা ছিল ঠান্ডা, হ্যাঁ, আমার কফিটা ছিল ঠান্ডা
ছিল কালো, গভীর দিঘির স্থিরতার মতো কালো
শীতল ছিল সেই কফিটা
মৃত্যু হলে মনে হয় কেউ ব্যক্তিগতভাবে অপমান করল
আগুনে পোড়াতে শিখেছি তোমারে কিন্তু আমরা পরিচর্যায় অক্ষম
বার্ন হাসপাতালে কফিটা তখনো ঠান্ডা, কালো,গভীর বিষাদে মোড়ানো।
কফিটা ছিল পিছন ফিরে থাকা অস্বচ্ছ দেয়ালে
ছুঁড়ে দেয়া অমাবস্যার রাতের ভিজা বিষণ্নতা
ফোঁপানো শ্বাসের শব্দ, উৎকণ্ঠা, আর্তনাদ।
পোড়া মুহূর্তগুলি যখন মনে পড়ে
কফিটা ছিল ঠান্ডা, হ্যাঁ, আমার কফিটা ছিল ঠান্ডা
স্থির কফিটা শ্রাবণ মাসের দুপুরে
একা এক মগ কফি তোমার হু হু করা প্রস্থানের দিকে তাকায়ে
গভীর দিঘির স্থিরতার মতো কালো।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।