সংবাদ সম্মেলনে ওয়াসা ও সিডিএর ওপর ক্ষোভ ঝাড়লেন চসিক মেয়র
Published: 27th, July 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, ওয়াসা নগরের হালিশহর এলাকায় রাস্তা কাটার ক্ষেত্রে কোনো নিয়ম মানছে না। সেখানে ইচ্ছেমতো টিনের ঘেরাও দিয়ে রাস্তা কাটছে। আবার সে কাটা সড়ক ঠিকভাবে সংস্কার করছে না। ওয়াসা হালিশহরকে নষ্ট করে দিয়েছে। এভাবে চলতে থাকলে ওয়াসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।
আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ক্ষোভের সঙ্গে এ কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। সম্প্রতি কানাডা সফর করে আসার পর নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চট্টগ্রাম ওয়াসা ‘চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় নগরের হালিশহর এলাকার সড়ক কাটছে ওয়াসা। ২০২২ সালে প্রকল্পের কাজ শুরু হয়। তবে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে রাস্তা কাটছে বলে দাবি করেন ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন বর্ষার সময় চার মাস সড়ক কাটা বন্ধ রাখতে বলেছিল। কিন্তু এই প্রকল্পের ঠিকাদার বিদেশি। এভাবে কাজ বন্ধ রাখলে সময় বাড়ানোসহ নানা জটিলতা রয়েছে। তাই সীমিতভাবে ৫০ কিলোমিটারের পরিবর্তে ১৮ কিলোমিটার রাস্তা কাটার সিদ্ধান্ত হয়। তা করা হচ্ছে সিটি করপোরেশনের জ্ঞাতসারে। অস্থায়ীভাবে সড়ক মেরামত করে দেওয়া হলেও বৃষ্টির জন্য তা টেকসই হচ্ছে না। তবে বর্ষার পর তা ঠিক করা হবে।
আজ সংবাদ সম্মেলনে কানাডা সফরের অভিজ্ঞতা, সেখানকার সিটি মেয়রসহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও চট্টগ্রাম নগরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় তুলে ধরেন শাহাদাত হোসেন।
৯ জুলাই নগরের হালিশহরের আনন্দিপুর এলাকার একটি নালায় পড়ে তিন বছরের শিশু হুমায়রা নিহত হয়। এ ঘটনার তদন্তে সিটি করপোরেশন নিজেদের কোনো দায় খুঁজে পায়নি। তদন্ত কমিটি শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের উদাসীনতা ও মায়ের কর্মস্থলের অবহেলাকে দায়ী করেছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নালাটিতে স্ল্যাব দেওয়ার সুযোগ নেই। এখানে শিশুটির পরিবার ও তার মায়ের কর্মস্থলের দায় এড়ানোর সুযোগ নেই। তাদের শিশুটিকে দেখে রাখার দরকার ছিল। শিশুদের দেখাশোনার দায়িত্ব তো পরিবারের। সিটি করপোরেশনের পক্ষে তো প্রত্যেক শিশুর পেছনে গার্ড রাখা সম্ভব নয়। এটি অ্যাবসার্ড। তবে প্রাপ্তবয়স্ক কেউ যদি এভাবে মারা যেতেন, তাহলে সিটি করপোরেশন দায়িত্ব নিত।’
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘এমন একটি এলাকায় কীভাবে পোশাক কারখানার জন্য ভবন নির্মাণে অনুমোদন পেল? কীভাবে বাণিজ্যিক ভবন করেছে? এগুলো সিডিএর দেখার দায়িত্ব। সিডিএর কাছে তা জানতে চাই।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫