ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহ-সমন্বয়কের বিরুদ্ধে। তবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মানহানি করা হচ্ছে উল্লেখ করে পাল্টা অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ-সমন্বয়ক গোলাম রব্বানী। 

শনিবার (২৬ জুলাই) সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরূদ্ধে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া হোয়াটস অ্যাপে কল দিয়ে হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে বুরহান বলেন, “গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে ১ মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কলদাতা পরিচয় গোপন রেখে বলেন ‘তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সাথে থাকো (তোমার ভাবী ও দেড় বছরের ভাতিজা)—সব আমি জানি। সাবধানে থাকো, কখন কী হয় বলা যায় না।”

আরো পড়ুন:

ডিপিপির দ্রুত বাস্তবায়নের দাবি রবি শিক্ষক-শিক্ষার্থীদের

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল প্রকাশে ধীরগতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

অভিযোগপত্রে আরো বলেন, “অভিযুক্ত রব্বানী মিথ্যাভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের  সম্পৃক্ত বলেও অপপ্রচার করেন, যা আমার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার প্রতি সরাসরি আঘাত। ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে হুমকিদাতার পরিচয় জানতে পেরেছি।”

এদিকে রবিবার (২৭ জুলাই) বুরহান মিয়ার বিরুদ্ধে মানহানির দায় তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টা অভিযোগ দায়ের করেন সহ-সমন্বয়ক গোলাম রব্বানী। 

অভিযোগপত্রে গোলাম রব্বানী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া (রোল- ১৯১৮০১৪, রেজিস্ট্রেশন- ১৩২২) আমার বিরুদ্ধে একটি হুমকির অভিযোগ দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যা, যা আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন এবং হাজার হাজার শহীদকে ধারণ করা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র।”

অভিযোগপত্রে তিনি বলেন, “আমি আমার পরিচয় দিয়ে এবং নিজ নম্বর থেকেই কয়দিন আগে কল দিয়েছিলাম একটা ব্যক্তিগত প্রয়োজনে। আমি যদি হুমকিই দিতাম, তাহলে নিজ পরিচয় প্রকাশ করে এবং নিজ নম্বর থেকে তো দেওয়ার কথা না, এটা তো পুরোপুরি স্পষ্ট। তারপর থেকে তার সঙ্গে এখন পর্যন্ত আমার আর কোনো কথা হয়নি। তার অভিযোগপত্রটিতে মিথ্যা দিয়ে ভরে আমার সম্মান নষ্ট করেছে।”

তিনি আরো বলেন, “বুরহান মিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমার সম্মান ক্ষুণ্ন করেছে এবং সবার কাছে হেয় করেছে। আমি এর বিরোধিতা করি এবং এর শাস্তি কামনা করছি।”

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড.

শাহীনুজ্জামান বলেন, “আমরা অভিযোগপত্র হাতে পেয়েছি।  গতকাল ও আজকের অভিযোগের বিষয় নিয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসব।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ ল ম রব ব ন ব রহ ন ম য় আম র ব

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে এমআইটি প্রোগ্রাম, পরীক্ষা দুই ধাপে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) ২০২৫-২৬ সেশনে ফল সেমিস্টারে এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য—

১. প্রতিটি ৬ মাস সেমিস্টার, ৩টি বিভক্ত হবে

২. সন্ধ্যাকালীন অফিস ছুটির পর ক্লাস

৩. অনলাইনে আবেদন করতে হবে:

আবেদনের যোগ্যতা—

১. চার বছরের স্নাতক ডিগ্রি এসই বা সিই বা সিএসই বা আইটি বা সিআইটি বা আইসিটি বা ইসিই বা ইটিই বা ইইই বা গণিত বা ফলিত গণিত বা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বা পদার্থ বা ফলিত পদার্থ বা আরএমই বা সমমান ডিগ্রি বা এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমাসহ ৩–৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে

২. স্নাতক স্তরে আবেদনকারীদের কমপক্ষে সিজিপিএ–২.৫০ থাকতে হবে ৪.০০ (অথবা সমমানের) স্কেলে

৩. কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ (অথবা সমমানের) ডিগ্রি অর্জন করা যাবে না

৪. আইটি চাকরির অভিজ্ঞতা অথবা পিজিডিআইটি ডিগ্রিধারী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনজার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ৩ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার বিস্তারিত—

পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় কম্পিউটার, পরিমাণগত, বিশ্লেষণাত্মক এবং ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন করা হবে। সফল (লিখিত পরীক্ষা) প্রার্থীদের এমআইটিতে ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচনের জন্য একটি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫ভর্তি পরীক্ষার বিস্তারিত—

১. আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৫

২. লিখিত পরীক্ষার তারিখ: ২ আগস্ট ২০২৫, আইআইটি ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: ৪ আগস্ট ২০২৫

৪. মৌখিক পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫

৫. ফলাফল প্রকাশের তারিখ: ১০ আগস্ট ২০২৫

৬. এমআইটি প্রোগ্রামে মেধাতালিকা: ১২-২৪ আগস্ট ২০২৫

৭. ক্লাস শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আইপিএলে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে এমআইটি প্রোগ্রাম, পরীক্ষা দুই ধাপে