জুলাই গণ-অভ্যুত্থানের সময় কারফিউ ভাঙার ‘গানের মিছিল’ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কারফিউ ভাঙার গান’–এর আয়োজন করা হয়েছে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ রোববার সন্ধ্যায় টিএসসির সামনে সঞ্জীব চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাংস্কৃতিক কর্মীরা ২৬ জুলাই ‘গানের মিছিলের’ মাধ্যমে কারফিউ ভাঙেন। এই কর্মসূচি গণ-অভ্যুত্থানে নতুন এক মাত্রা যুক্ত করেছিল। সেই দিনটি স্মরণ করা হয় আজ। এ সময় ‘কোরাস’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানের শুরুতে সঞ্জীব চত্বরে অস্থায়ী শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি এবং নতুন সাংস্কৃতিক সংগঠন কোরাসের সদস্যরা। এ সময় গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চলও শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ স্মরণে এবং উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান.

.’ গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের বাবা নাসির উদ্দীন আহমেদ ও মা সাফাত সিদ্দিকী। আহনাফের মা বলেন, গত বছর যখন শেখ হাসিনা সরকারের শাসনামলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে মানুষ ফেটে পড়ে, সে সময় শেখ হাসিনার সরকার সেই আন্দোলনকে কারফিউ দিয়ে দমন করার চেষ্টা চালায়। ঠিক সেই সময় ২৬ জুলাই কারফিউ ভাঙার গানের মাধ্যমে সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্বরা এগিয়ে আসেন।

শহীদ আহনাফের বাবা নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চাই বিচার। সরকারের কাছে আবেদন, যত দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করুন। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা দেখতে চাই।’

সভাপতির বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে শহীদ পরিবার এবং জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। আজ শহীদদের স্মরণ মানে শুধু স্মৃতিচারণা নয়, নতুন সময়ের লড়াইয়ের জন্য সংগঠিত হওয়ারও প্রয়োজন। শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লড়াই জারি রাখতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রগতি বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে গান, কবিতা ও আলোচনা করেন সমগীতের বিথী ঘোষ, সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইন্দ্রাণী ভট্টাচার্য, শিল্পী অরূপ রাহী, উদীচী শিল্পীগোষ্ঠীর জামশেদ আনোয়ার, রহমান মুফিজ, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মফিজুর রহমান, মাহা ও ওয়ারদার গান, মীর সাখাওয়াত, ফেরদৌস আরা, আনন্দলোক, কুহক প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন র ফ রন ট র আহম দ স মরণ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ