উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদে সাক্ষরের বিষয়ে ভাববে এনসিপি: নাহিদ
Published: 28th, July 2025 GMT
সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) সংসদের উচ্চকক্ষ চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে সাক্ষরের বিষয়ে এনসিপি চিন্তা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত ১১ জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন- “জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি দেখা হবে।”
জামালপুর শহরের তমালতলা মোড় থেকে শুরু হবে এনসিপির পদযাত্রা। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারীতে গিয়ে শেষ হবে। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় নেতারা।
ঢাকা/শোভন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।