রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তি: জেনে নিন আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত
Published: 28th, July 2025 GMT
রাজউক উত্তরা মডেল কলেজের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির পর শূন্য আসনে সরকারি নীতিমালা (২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা) অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৩০ জুলাই অনলাইনে আবেদন শুরু।
আবেদনের যোগ্যতা ও আসনসংখ্যামোট আসনসংখ্যা ও অন্য প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা নিচে দেওয়া হলো—
১.
বাংলা ভার্সন: প্রভাতি শাখা
*বিজ্ঞান বিভাগ: আসনসংখ্যা ৩২৮, জিপিএ–৫.০০
*ব্যবসায় শিক্ষা বিভাগ: আসনসংখ্যা ২৪০, জিপিএ–৪.৭৫
*মানবিক বিভাগ: আসনসংখ্যা ৭০, জিপিএ–৪.৭৫
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫২. বাংলা ভার্সন: দিবা
*বিজ্ঞান বিভাগ: আসনসংখ্যা ৪১০, জিপিএ–৫.০০
*ব্যবসায় শিক্ষা বিভাগ: আসনসংখ্যা ১৬০, জিপিএ–৪.৭৫
*মানবিক বিভাগ: আসনসংখ্যা ৭০, জিপিএ–৪.৭৫
৩. ইংরেজি ভার্সন: প্রভাতি
*বিজ্ঞান বিভাগ: আসনসংখ্যা ১৭৮, জিপিএ–৫.০০
*ব্যবসায় শিক্ষা বিভাগ: আসনসংখ্যা ৫৫, জিপিএ–৪.৭৫
৪. ইংরেজি ভার্সন: দিবা
*বিজ্ঞান বিভাগ: আসনসংখ্যা ২৩২, জিপিএ–৫.০০
রাজউক উত্তরা মডেল কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবেউৎস: Prothomalo
কীওয়ার্ড: আসনস খ য
এছাড়াও পড়ুন:
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে একাদশে ভর্তি, জেনে নিন সব তথ্য
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে প্রভাতি শাখায় আবাসিক বা অনাবাসিক এবং দিবা শাখায় অনাবাসিক হিসেবে ছাত্র ভর্তি করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা অনুসরণ করে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে এই শিক্ষাপ্রতিষ্ঠানে।
আবেদনের যোগ্যতা ও আসনসংখ্যাবিভাগভিত্তিক আসনসংখ্যা এবং শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা নিচে দেওয়া হলো।
১. বিজ্ঞান বিভাগ# প্রভাতি শাখা: বাংলা মাধ্যমে আবাসিকে আসন ১৫০, অনাবাসিকে আসন ২৫০। দিবা শাখা: বাংলা মাধ্যমে অনাবাসিকে আসন ৩০০। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রদের জন্য ন্যূনতম জিপিএ–৪.৫০, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের আবেদনের জন্য ন্যূনতম জিপিএ–৫.০০।
# প্রভাতি শাখা: ইংরেজি ভার্সনে আবাসিকে আসন ১০, অনাবাসিকে আসন ৫৫। দিবা শাখা: ইংরেজি ভার্সনে অনাবাসিকে আসন ৬৫। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রদের জন্য ন্যূনতম জিপিএ–৪.৫০, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের আবেদনের জন্য ন্যূনতম জিপিএ–৫.০০।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ# প্রভাতি শাখা: বাংলা মাধ্যমে আবাসিকে আসন ১৫, অনাবাসিকে আসন ৩৫। দিবা শাখা: বাংলা মাধ্যমে অনাবাসিকে আসন ৫০। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রদের জন্য ন্যূনতম জিপিএ–৪.২২, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের আবেদনের জন্য ন্যূনতম জিপিএ–৪.৫০।
# প্রভাতি শাখা: ইংরেজি ভার্সনে আবাসিকে আসন ১০, অনাবাসিকে আসন ৪০। দিবা শাখা: ইংরেজি ভার্সনে অনাবাসিক আসন ৫০। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রদের জন্য ন্যূনতম জিপিএ–৪.২২, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের আবেদনের জন্য ন্যূনতম জিপিএ–৪.৫০।
৩. মানবিক বিভাগপ্রভাতি শাখা: বাংলা মাধ্যমে আবাসিকে আসন ২০, অনাবাসিকে আসন ৩০। দিবা শাখা: বাংলা মাধ্যমে অনাবাসিকে আসন ৫০। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রদের জন্য ন্যূনতম জিপিএ–৪.২২, অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রদের আবেদনের জন্য ন্যূনতম জিপিএ–৪.৫০।
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫দরকারি তথ্য১. এ কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ (উভয় শাখার) শিক্ষার্থীদের মধ্যে যারা আবাসিক থাকতে চায়, তাদের অবশ্যই প্রস্তুতি শাখায় আবাসিক হিসেবে আবেদন করতে হবে। যারা অনাবাসিক থাকতে চায়, তারা এসএসসিতে যে শাখায় (শিফটে) ছিল, সেই শাখায় (শিফটে) আবেদন করবে। এ কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরমে পছন্দক্রম তালিকায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রযোজ্য শাখায় (শিফটকে) ১ নম্বরে রাখতে হবে।
২. ভর্তি-ইচ্ছুক অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্ররা মেধাক্রম অনুসারে শিক্ষা বোর্ড কর্তৃক প্রভাতি বা দিবা শাখায় নির্বাচিত হবে। প্রভাতি শাখায় নির্বাচিত ছাত্ররা ভর্তির সময় আবাসিক বা অনাবাসিক হিসেবে আবেদন করতে পারবে। প্রভাতি ও দিবা শাখায় ভর্তিকৃত কোনো ছাত্র শাখা (শিফট) পরিবর্তন করতে পারবে না।
৩. কলেজের ওয়েবসাইট www.drmc.edu.bd এ ভর্তিসংক্রান্ত সব তথ্য, নিয়মাবলি ও ফলাফল জানা যাবে।
৪. কলেজের আবাসিক ও অনাবাসিক ছাত্রদের বেতন ও অন্যান্য ব্যয়সংক্রান্ত যাবতীয় বিবরণ কলেজের ওয়েবসাইট www.drmc.edu.bd এ সংযুক্ত করা আছে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু ৩০ জুলাই থেকে