মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
Published: 28th, July 2025 GMT
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনের ওপর প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা সখীপুরের বীরউত্তম সুলতান মাহমুদ বিমান বাহিনীর ঘাঁটি হুমায়রার নামে করার দাবি জানান।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার হতেয়া কেরানিপাড়া এলাকায় হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান বীরউত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এ সময় হুমায়রার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিমান বাহিনীর কর্মকর্তারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মেহনাজ আফরিন হুমায়রা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই দুর্ঘটনায় নিহত মির্জাপুরের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরেও বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আরো পড়ুন:
রাহুল-শ্রদ্ধার ছবি ভাইরাল, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন রাভিনার
ফুলেল শ্রদ্ধায় রানা প্লাজার নিহতদের স্মরণ
বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বিমান বাহিনী সব সময় দেশ ও জনগণের পাশে রয়েছে। তিনি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শোক প্রকাশ করেন।
তিনি আরো জানান, আহতদের সহযোগিতার জন্য বিমান বাহিনী ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। বিমান বাহিনীর পক্ষ থেকে তিনি নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে মির্জাপুরে নিহত তানভীর আহমেদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করার কথাও জানান তিনি।
হুমায়রার পরিবারের সদস্য দেলোয়ার হোসেন বলেন, হুমায়রা মেধাবী ছাত্রী ছিল। বড় হয়ে চিকিৎসক হওয়ার কথা ছিল তার। সখীপুরের বিমান ঘাঁটি হুমায়রার নামে করার দাবি জানান তিনি।
ঢাকা/কাওছার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব র র র কবর
এছাড়াও পড়ুন:
‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বিস্তারিত আসছে…
ঢাকা/কেএন/ইভা