ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় দিনে-দুপুরে মো. কামাল হোসেন নামের এক শ্রমিক সরদারের কাছ থেকে ৮ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. কামাল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের একটি ইটভাটার লেবার (শ্রমিক) সরদার।

ভুক্তভোগী কামাল হোসেন বলেন, ‘‘আমি ধামরাইয়ের কালামপুরের ডাচ্ বাংলা ব্যাংকের শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করি। পরে সেখান থেকে মানিকগঞ্জের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেই। ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকারযোগে ছিনতাইকারীরা আমার গতিরোধ করে এবং প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।’’

আরো পড়ুন:

বিশেষ ক্ষমতা আইনে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

এক বছরেই ‘সমন্বয়ক’ রিয়াদের ভাগ্য বদল, গুলশানে গ্রেপ্তারের পর কানাঘুষা তুঙ্গে

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার সুলতান বলেন, ‘‘ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই ছ নত ই

এছাড়াও পড়ুন:

‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিস্তারিত আসছে… 

 


 

ঢাকা/কেএন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ