কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে, গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। আটককৃতের নাম আবুল বশর (২৬)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাগালপুর চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.

জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘‘মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। রবিবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করে আটক করে। একই সময় নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ও ভিকটিম পরস্পর স্বামী-স্ত্রী।’’

আরো পড়ুন:

ধামরাইয়ে দিনে-দুপুরে ৮ লাখ টাকা ছিনতাই

বিশেষ ক্ষমতা আইনে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

তিনি আরো বলেন, ‘‘পুলিশের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানিয়েছেন, আবুল বশর দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন যৌতুকের দাবিতে তাকে ফের মারধর করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক ম রধর

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ