কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে, গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। আটককৃতের নাম আবুল বশর (২৬)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভাগালপুর চৌধুরী বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো.

জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘‘মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। রবিবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে শনাক্ত করে আটক করে। একই সময় নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ও ভিকটিম পরস্পর স্বামী-স্ত্রী।’’

আরো পড়ুন:

ধামরাইয়ে দিনে-দুপুরে ৮ লাখ টাকা ছিনতাই

বিশেষ ক্ষমতা আইনে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

তিনি আরো বলেন, ‘‘পুলিশের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানিয়েছেন, আবুল বশর দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন যৌতুকের দাবিতে তাকে ফের মারধর করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক ম রধর

এছাড়াও পড়ুন:

বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে গত ১০ বছর বাধা দেওয়া হয়েছিল: চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিগত সরকারের শেষ ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন। এই দুই দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সে সময়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল চীন সফর করেছে। এ বিষয়ে অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, খোলাখুলিভাবে বললে, গত ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে, তাই তাঁরা পুনঃযোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছেন। তাঁরা এ ধরনের সফর বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চান।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে কীভাবে বাধা দেওয়া হতো, জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, তিনি বিশ্বাস করেন, গত কয়েক বছরের পরিস্থিতি কেমন ছিল, সেটি এখানে উপস্থিত সাংবাদিকেরা অনুধাবন করতে পারেন। তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে চান না। তিনি কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, সেটা উপস্থিত সাংবাদিকেরা বোঝেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত মাসে চীন সফর করে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর হয়। অন্যদিকে চলতি মাসে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল চীন সফর করে।

ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

সম্পর্কিত নিবন্ধ