১. খরচের হিসাব রাখুন

প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব না থাকলে কোথায় টাকা অপচয় হচ্ছে, তা-ও জানা যাবে না। খাতা বা মুঠোফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, তা খুঁজে বের করা সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সাবধানী হয়ে যাবেন।

২. মাসের শুরুতেই তৈরি করুন বাজেট

বেতন হাতে পাওয়ার পরই খরচের পরিকল্পনা করে নিন। বাসাভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ ইত্যাদি মিলিয়ে মোট বাজেট তৈরি করুন। তারপর হিসাব করুন হাতে কত টাকা রাখলে চলতে পারবেন।

৩.

হুজুগে খরচ বন্ধ করুন

সামান্য অজুহাতে চট করে রাইড শেয়ার, ঝটপট ফুড ডেলিভারি বা অনলাইন অর্ডার করে ফেলেন? এসব খরচ ছোট মনে হলেও মাস শেষে বড় অঙ্কের টাকা চলে যায় এসবের পেছনেই। তাই পরিকল্পনা ছাড়া এমন খরচ বন্ধ করুন।

আরও পড়ুনমেসির ৬০০ কোটি টাকা দামের বাড়িতে কী কী আছে১৫ ঘণ্টা আগে৪. সঞ্চয় খাতা খুলুন

মাসের শুরুতেই আপনার আয় থেকে একটি নির্দিষ্ট অংশ সরিয়ে সঞ্চয় হিসেবে রাখুন। পাশাপাশি তা আলাদা একটি খাতায় টুকেও রাখুন। মনে রাখবেন, ‘যা বাঁচে তা জমাব’ না বলে বরং ‘আগে জমাব, পরে খরচ করব’ এই নীতি অনুসরণ করাই ভালো।

৫. সেল ও ডিসকাউন্টে কেনাকাটা নয়

‘অফার শেষ হওয়ার আগে কিনুন’—এমন প্রলোভনে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। আপনার সত্যিই কোনো জিনিস লাগছে কি না, সেটা বুঝে তারপর কেনাকাটা করুন।

আরও পড়ুনযেসব বদভ্যাসের কারণে একজন ব্যক্তি আজীবন দরিদ্রই থেকে যায়১৭ জুলাই ২০২৫৬. মাসে এক দিন কেনাকাটাবিহীন

মাসে অন্তত এক দিন এক টাকাও খরচ করবেন না। পরিবারের সঙ্গে বিনা খরচে সময় কাটান। এমন দিনে বই পড়ুন, হাঁটতে বের হন, বাসায় বসে টিভিতে কিছু দেখুন, ঘরের খাবার খান, গাছপালার যত্ন নিন, বাসার ছোটদের সঙ্গে খেলুন। এমন অভ্যাস ধীরে ধীরে খরচ কমাতে সহায়ক হবে।

৭. ধার করবেন না

কোনো মাসে পকেটে টান পড়লে সহজেই ধার নেন? বারবার ধার নেওয়ার অভ্যাস মাস শেষে ঘাটতি আরও বাড়িয়ে দেয়; বরং কিছু খরচ কাটছাঁট করুন এবং ধার নেওয়া এড়িয়ে চলুন।

সূত্র: ক্যাশ কোর্স

আরও পড়ুন‘লুডোর বোর্ড’ গায়ে চাপিয়ে ছক্কা মারলেন কীর্তি সুরেশ১০ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: খরচ ক

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ