মাস শেষে হাতে কিছু টাকা রাখার ৭টি উপায়
Published: 31st, July 2025 GMT
১. খরচের হিসাব রাখুন
প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব না থাকলে কোথায় টাকা অপচয় হচ্ছে, তা-ও জানা যাবে না। খাতা বা মুঠোফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, তা খুঁজে বের করা সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সাবধানী হয়ে যাবেন।
২. মাসের শুরুতেই তৈরি করুন বাজেটবেতন হাতে পাওয়ার পরই খরচের পরিকল্পনা করে নিন। বাসাভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ ইত্যাদি মিলিয়ে মোট বাজেট তৈরি করুন। তারপর হিসাব করুন হাতে কত টাকা রাখলে চলতে পারবেন।
৩.হুজুগে খরচ বন্ধ করুন
সামান্য অজুহাতে চট করে রাইড শেয়ার, ঝটপট ফুড ডেলিভারি বা অনলাইন অর্ডার করে ফেলেন? এসব খরচ ছোট মনে হলেও মাস শেষে বড় অঙ্কের টাকা চলে যায় এসবের পেছনেই। তাই পরিকল্পনা ছাড়া এমন খরচ বন্ধ করুন।
আরও পড়ুনমেসির ৬০০ কোটি টাকা দামের বাড়িতে কী কী আছে১৫ ঘণ্টা আগে৪. সঞ্চয় খাতা খুলুনমাসের শুরুতেই আপনার আয় থেকে একটি নির্দিষ্ট অংশ সরিয়ে সঞ্চয় হিসেবে রাখুন। পাশাপাশি তা আলাদা একটি খাতায় টুকেও রাখুন। মনে রাখবেন, ‘যা বাঁচে তা জমাব’ না বলে বরং ‘আগে জমাব, পরে খরচ করব’ এই নীতি অনুসরণ করাই ভালো।
৫. সেল ও ডিসকাউন্টে কেনাকাটা নয়‘অফার শেষ হওয়ার আগে কিনুন’—এমন প্রলোভনে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। আপনার সত্যিই কোনো জিনিস লাগছে কি না, সেটা বুঝে তারপর কেনাকাটা করুন।
আরও পড়ুনযেসব বদভ্যাসের কারণে একজন ব্যক্তি আজীবন দরিদ্রই থেকে যায়১৭ জুলাই ২০২৫৬. মাসে এক দিন কেনাকাটাবিহীনমাসে অন্তত এক দিন এক টাকাও খরচ করবেন না। পরিবারের সঙ্গে বিনা খরচে সময় কাটান। এমন দিনে বই পড়ুন, হাঁটতে বের হন, বাসায় বসে টিভিতে কিছু দেখুন, ঘরের খাবার খান, গাছপালার যত্ন নিন, বাসার ছোটদের সঙ্গে খেলুন। এমন অভ্যাস ধীরে ধীরে খরচ কমাতে সহায়ক হবে।
৭. ধার করবেন নাকোনো মাসে পকেটে টান পড়লে সহজেই ধার নেন? বারবার ধার নেওয়ার অভ্যাস মাস শেষে ঘাটতি আরও বাড়িয়ে দেয়; বরং কিছু খরচ কাটছাঁট করুন এবং ধার নেওয়া এড়িয়ে চলুন।
সূত্র: ক্যাশ কোর্স
আরও পড়ুন‘লুডোর বোর্ড’ গায়ে চাপিয়ে ছক্কা মারলেন কীর্তি সুরেশ১০ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: খরচ ক
এছাড়াও পড়ুন:
সারা দেশে সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৮৮
ঢাকাসহ সারা দেশে বিগত সাত দিনে অভিযান চালিয়ে ২৮৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনের ইউনিট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ ২৮৮ জনকে আটক করা হয়।
আইএসপিআর জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৫৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২টি ককটেল, ৩টি ম্যাগাজিন, মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে।