চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কেইপিজেডের ভেতরে দৌলতপুর গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার কাজ শেষে চট্টগ্রামমুখী একটি বাসে করে শ্রমিকেরা ফিরছিলেন। দৌলতপুর গেট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হুড়াহুড়ি ও ধাক্কাধাক্কিতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের কেইপিজেডের নিজস্ব হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের কয়েকজনের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক নুরুন নাহার বলেন, ‘হঠাৎ করে বাসটি উল্টে যায়। অন্তত ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’

এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো.

মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে একটি শ্রমিকবাহী বাস উল্টে যায়। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ